প্রকাশিত: ০১/১১/২০১৭ ৮:৫৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৩৮ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ::

দেশব্যাপী ১ নভেম্বর একযোগে অনুষ্টিতব্য ২য় বৃহত্তম পাবলিক জেএসসি এবং জেডিসি পরিক্ষায় টেকনাফ উপজেলায় এবারে ৩টি কেন্দ্রে জেএসসি এবং ১টি কেন্দ্রে জেডিসি পরিক্ষা অনুষ্টিত হবে। নিয়মিত ও অনিয়মিতসহ এবারে মোট পরিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৫২৮ জন। তম্মধ্যে জেএসসিতে ১৮টি মাধ্যমিক স্কুলের পরিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮৯৫ জন এবং জেডিসিতে ১০টি মাদ্রাসার ৬৩৩ জন। জেএসসির কেন্দ্রগুলো হচ্ছে টেকনাফ পাইলট হাইস্কুল, টেকনাফ এজাহার গার্লস হাইস্কুল ও হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া হাইস্কুল। আর ১টি মাত্র মাদ্রাসা কেন্দ্র হচ্ছে রঙ্গীখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা।

টেকনাফ উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুল আবছার জানান টেকনাফ পাইলট হাইস্কুল ১নং কেন্দ্রে হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া হাইস্কুল, টেকনাফ এজাহার গার্লস হাইস্কুল, শাহপরীরদ্বীপ হাজী বশির আহমদ হাইস্কুল, নয়াপাড়া হাজী নবী হোসেন হাইস্কুল, লম্বরী মলকাবানু হাইস্কুল বিজিবি-পাবলিক এই ৬টি হাইস্কুলের মোট ৫৩২ জন পরিক্ষার্থী পরিক্ষা দেবে। টেকনাফ উপজেলা শিক্ষা অফিসার মোঃ এমদাদ হোসেন চৌধুরী কেন্দ্র সচিব এবং সেন্টমার্টিনদ্বীপ বিএন ইসলামিক হাইস্কুলের প্রধান শিক্ষক উজ্জল ভৌমিক হল তত্ববধায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন।

টেকনাফ এজাহার গার্লস হাইস্কুল ২নং কেন্দ্রে টেকনাফ পাইলট হাইস্কুল, মারিশবনিয়া হাইস্কুল, সাবরাং হাইস্কুল, সেন্টমার্টিনদ্বীপ বিএন ইসলামিক হাইস্কুল, পল্লানপাড়া সরকারী প্রাইমারী স্কুল এই ৫টি হাইস্কুলের মোট ৫৪৮ জন পরিক্ষার্থী পরিক্ষা দেবে। উক্ত হাইস্কুলের প্রধান শিক্ষিকা শিউলী চৌধুরী কেন্দ্র সচিব এবং লম্বরী মলকাবানু হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হল তত্ববধায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন।

হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া হাইস্কুল ৩নং কেন্দ্রে হ্নীলা হাইস্কুল, হ্নীলা গার্লস হাইস্কুল, লেদা জুনিয়র হাইস্কুল, নয়াবাজার হাইস্কুল, নাইক্ষংখালী জুনিয়র হাইস্কুল, কাঞ্জরপাড়া জুনিয়র হাইস্কুল, শামলাপুর হাইস্কুল এই ৭টি হাইস্কুলের মোট ৮১৫ জন পরিক্ষার্থী পরিক্ষা দেবে। একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুল আবছার কেন্দ্র সচিব এবং মারিশবনিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম হল তত্ববধায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন।

১টি মাত্র জেডিসি মাদ্রাসা কেন্দ্র হ্নীলা রঙ্গীখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে উপজেলার সকল মাধ্যমিক স্তরের ১০টি মাদ্রাসার মোট ৬১৫ জন পরিক্ষার্থী পরিক্ষা দেবে। মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ কামাল হোছাইন কেন্দ্র সচিব এবং জমিরিয়া দারুল কুরআন সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ফরিদুল আলম হল তত্ববধায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন। তাছাড়া প্রতি ২০ জন পরিক্ষার্থীর জন্য ১ জন করে কক্ষ পর্যবেক্ষক থাকবেন বলে জানা গেছে।

সহকারী কমিশণার (ভুমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, টেকনাফ মডেল থানার ওসি এবং মাধ্যমিক শিক্ষা অফিসারকে নিয়ে ৪ সদস্য বিশিষ্ট ভিজিল্যান্স টিম গঠন ও ৪টি কেন্দ্র কমিটি গঠন ছাড়াও সুষ্ট-সুন্দরভাবে পরিক্ষা অনুষ্টানের জন্য ইতিমধ্যেই উপজেলা প্রশাসন যাবতীয় প্রস্ততি সম্পন্ন করেছেন।

পাঠকের মতামত

এনজিও সংস্থা সিএনআরএসের ১০ লাখ বাঁশের চারা বিতরণ প্রকল্পে অনিয়ম

কক্সবাজারে জলবায়ু পরিবর্তনে সহনশীলতা গড়ে তোলার লক্ষ্যে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) নামের একটি ...

কক্সবাজার হোটেল মিশুকে জার্মান পর্যটককে লাইনের পানি দিয়ে মিনারেল পানির বিল

কক্সবাজারের হোটেল মিশুকে এক জার্মান পর্যটককে লাইনের পানি দিয়ে মিনারেল পানির বিল ধরিয়ে হয়রানি করার ...

‘ রাখাইনে আরাকান আর্মি রোহিঙ্গাদের উপর ‘যুদ্ধাপরাধ’ করছে ‘ – ফোর্টিফাই রাইটস

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফোর্টিফাই রাইটস মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) কর্তৃক রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ...