

টেকনাফে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করা হয়েছে। উপজেলার হোয়াইক্যং মডেল ইউনিয়নের আওতাধীন ৫নং ওয়ার্ডের নয়াপাড়া-বটতলী ভাঙ্গা প্রবেশ পথের রাস্তাটি সংস্কার করেন এলাকাবাসী। হোছাইনীয়া মাদরাসা পরিচালক ও এলাকাবাসীর উদ্যোগে রাস্তাটি সংস্কার করায় সর্বস্তরের মানুষ তাদেরকে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
স্থানীয়রা জানায়,নয়াপাড়া-বটতলী সড়কটি অল্প বৃষ্টিতেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বটতলী গ্রামটি বিস্তীর্ণ পাহাড়ী এলাকা। এছাড়া ভৌগলিক কারণে পাহাড়ী এই জনপদটি বৃষ্টি প্রবণ এলাকা। খানিকটা ঢালু এবং ¯্রােত প্রকৃতির হওয়ায় বৃষ্টি নামার সাথে সাথেই সড়কটির ভাঙ্গা অংশের প্রবেশপথ কাঁদায় পরিপূর্ণ হয়ে যায়। প্রায় বর্ষায় কাঁদামাক্ত এবং পিচ্ছিল এই সড়ক দিয়ে ছাত্র-ছাত্রীদের চলাচলে ভোগান্তিতে পড়তে হয়।
সুত্র জানায়, বটতলী এলাকায় একটি দাখিল মাদরাসার রয়েছে। যেখানে প্রায় ৫শ জন শিক্ষার্থী অধ্যায়ন করছেন বলে মাদরাসা সুত্র জানিয়েছে। যারা নিয়মিত সড়কটি দিয়ে মাদরাসায় যাতায়াত করেন। এছাড়া বৃহত্তর বটতলী এলাকায় অন্তত ৫শ পরিবারের বসবাস রয়েছে বলে এলাকাবাসী জানায়। বেশ কয়েকজন মাদরাসা পড়–য়াদের সাথে কথা বলে জানাযায়, নয়াপাড়ায় একটি দাখিল মাদরাসা আর বটতলী এলাকায় অপর একটি দাখিল মাদরাসা রয়েছে। মাদরাসা দুটিতে কম-বেশী বটতলী এলাকার শিক্ষার্থীরা অধ্যায়ন করছেন। তাদের চলাচলের একমাত্র উপায় হচ্ছে নয়াপাড়া-বটতলী সড়ক। বিকল্প কোন সড়ক ব্যবস্থা না থাকায় ওই এলাকার শিক্ষার্থীদের সড়কের অগ্রভাগের লম্বা অংশজুড়ে কাঁদাযুক্ত পিচ্ছিল রাস্তা দিয়ে যাওয়া আসা করতে হয়। নয়াপাড়া-বটতলী এলাকার একমাত্র সড়কটি নতুনভাবে সংস্কারের দাবী জানিয়েছেন ছাত্র/ছাত্রীসহ এখানকার সর্বস্তরের মানুষ।
নয়াপাড়া হোছাইনীয়া মাদরাসার প্রতিষ্টাতা পরিচালক ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা হোছাইন আহমদ জানান, নয়াপাড়া-বটতলীর ভাঙ্গা প্রবেশ পথের লম্বা অংশে দিয়ে চলাচল করা খুবই কষ্টকর। বৃষ্টি নামলেই সড়কের প্রবেশ পথে দুর্ভোগ সৃষ্টি হয়। সামান্য বৃষ্টির পানিতে নয়াপাড়া-বটতলী সড়কের প্রবেশ পথে কাঁদাযুক্ত পিচ্ছিল হয়ে পড়ায় স্থানীয়দের সহযোগীতায় সড়কের ওই অংশটি সংস্কার করা হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী জানান, নয়াপাড়া-বটতলী সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন। ইতিমধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় সবকিছু সম্পন্ন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের আওতায় দ্রুত সময়ে তিনি সড়কটি টেকসই উন্নয়নের আওতায় আসবে বলে জানিয়েছেন। জানতে চাইলে উপজেলা প্রকৌশলী (স্থানীয় সরকার বিভাগ) রবিউল হোসাইন বলেন,জনধিক বিবেচনায় সড়কটি সংস্কারে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি যথাসম্ভব নয়াপাড়া-বটতলী সড়কটি সংস্কার করা হবে বলে জানান।##

পাঠকের মতামত