প্রকাশিত: ০২/০১/২০১৭ ৮:০৮ এএম

স্টাফ রিপোর্টার, কক্সবাজার :: টেকনাফে আইন প্রয়োগকারী সংস্থা ২০১৬ সালের প্রথম দিন ১জানুয়ারি স্থানীয় যুবদল নেতার আস্তানা থেকে উদ্ধার করেছিল ১ কোটি আশি লাখ টাকা মূল্যের ৬০হাজার পিস ইয়াবা।

২০১৬সালের শেষ দিনে ৩১ডিসেম্বর বিএনপি নেতার প্রজেক্ট এলাকা থেকে উদ্ধার করেছে ৬ কোটি ৩০ লাখ টাকা মূল্যের ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা। গত বছরের প্রথম দিনে টেকনাফ বিএনপি সভাপতি পুত্র যুবদল নেতা মামুনের আস্তানায় অভিযান চালায় পুলিশ।

আর শেষ দিনে স্থানীয় উপজেলা বিএনপি নেতা গফুর ওরফে গফুর মেম্বারের প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়েছে বিজিবি। টেকনাফ বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানান, টেকনাফ সদর বিওপির জওয়ানরা শনিবার রাতে গফুর প্রজেক্ট এলাকা হতে ২লাখ ১০হাজার পিস ইয়াবার চালানটি উদ্ধার করেছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতে অন্ধকারে পালিয়ে যায় চোরাচালানিরা।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...