
কক্সবাজারের টেকনাফে আবাসিক হোটেল স্কাইভিউ থেকে পুলিশ অভিযান চালিয়ে ম্যানেজার সহ ৬ জন যৌনকর্মীকে আটক করেছে পুলিশ।
রবিবার (৯ জুন) দুপুরে টেকনাফ পৌরসভার পুরাতন বাস স্টেশন সংলগ্ন এলাকায় ওই হোটেল বিভিন্ন রুম থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকায় তাদের আটক করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন। তবে তাদের নাম পরিচয় জানা না গেলেও তাদের মধ্যে ৩ নারী ও ৩ পুরুষ রয়েছে। আটককৃতদের থানায় নিয়ে আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক হোটেলের সামনের বসবাসরত এক দোকানদার জানান- ওই হোটেলে নিয়মিত অনুমতি ছাড়াই হোটেল মালিক ও গ্রেফতারকৃত ম্যানেজার পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প থেকে আবাসিক হোটেলে দেশের বিভিন্ন স্থান নারীদের লোভ দেখিয়ে নিয়ে এসে যৌন কাজে লিপ্ত করে আসছিলেন। তাই হোটেল কর্তৃপক্ষ ও ম্যানেজারের বিরুদ্ধে আই নানক ব্যবস্থা গ্রহণের ভাবে জানিয়েছেন সচেতন লোকজন

পাঠকের মতামত