উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/১০/২০২২ ৯:৩৫ এএম

টার্মিনাল ছাড়া সড়ক-মহাসড়ক ব্যবহার করার জন্য যানবাহন থেকে কোনো টোল আদায় না করতে নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এখন থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (১ অক্টোবর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রদের এমন নির্দেশ দেওয়া হয়েছে। উচ্চ আদালতের সিদ্ধান্তের কথা জানিয়ে এ নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মেয়র ও সব পৌরসভার অবগতির জন্য জানানো যাচ্ছে যে হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং-৪৬৪০/২০২২ এর গত ২১/০৪/২০২২ তারিখের আদেশের আলোকে টার্মিনাল ব্যতিরেকে কোনো সড়ক বা মহাসড়ক থেকে টোল উত্তোলন না করার জন্য নির্দেশ দেওয়া হলো। সব সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তি জারির জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে নির্দেশনাও দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এ নির্দেশনা প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পাঠকের মতামত

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...

বেপরোয়া আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট, পাচার হচ্ছে কোটি কোটি টাকা

আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট হুন্ডির মাধ্যমে অবৈধভাবে বিদেশ ও ইয়াবার টাকা পাচার অব্যাহত রেখেছে। ...