প্রকাশিত: ০৬/১১/২০২১ ৭:৪৭ এএম , আপডেট: ০৬/১১/২০২১ ৭:৪৯ এএম

এম.এ আজিজ রাসেল:
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে নির্বাচনী সহিংসতা শুরু হয়েছে। সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছে জেলা শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলাম সিকাদ ও তাঁর ভাই ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী কুদরত উল্লাহ সিকদার। শুক্রবার (০৫ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, জেলা শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলাম সিকাদ ও তাঁর ভাই ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী কুদরত উল্লাহ সিকদার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এসময় রাত ১০টার দিকে ৪—৫ জন মুখোশধারী ককটেল বিস্ফোরণ করে আতংক সৃষ্টি করে। তাঁরা সরাসরি কুদরত উল্লাহ সিকদার ও জহির উল্লাহ সিকদারকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে তাঁরা ২জনই মাটিতে লুটে পড়ে। এসময় কুদরত উল্লাহ সিকদারের সহকারী আরও কয়েকজন আহত হয়।

জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনছারী বলেন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিয়াকত বাহিনী এই ঘটনা ঘটায়। তাঁরা বার বার কুদরত উল্লাহর নির্বাচনী সভায় হামলা করে আসছে।

পুলিশ হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল—গীয়াস

পাঠকের মতামত

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...

১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...