প্রকাশিত: ২৪/০৬/২০১৭ ১০:৩৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪৬ পিএম

সংবাদদাতা:;

কক্সবাজার সদরের জালালাবাদে  স্কুলছাত্রীকে মারধর করে গুরুতর আহত করেছে এক পাষন্ড। ২৪ জুন (শনিবার) বিকালে বর্ণিত ইউনিয়ের খামার পাড়ায় এ ঘটনা ঘটে। আহত স্কুলছাত্রী সাদিয়া জান্নাত (সাবিহা) ঈদগাঁহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত ছৈয়দ নূর ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিসের পিয়ন বলে জানা গেছে।
আহত ছাত্রীর পারিবারিক সূত্র জানায়, তাদের নিকটতম প্রতিবেশী ছৈয়দ নূর  বিকালে তুচ্ছ বিষয় নিয়ে তাদের সবাইকে নোংরা ভাষায় গালিগালাজ শুরু করে। সাবিহা এর প্রতিবাদ করলে ছৈয়দ নূর দৌঁড়ে এসে তাকে চুলে ধরে মাটিতে ফেলে দেয় ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে আহত করে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় মেয়ের শোর-চিৎকারে পিতা এগিয়ে এলে তাকেও লম্বা দা উঁচিয়ে ধাওয়া করে। বেপরোয়া মারধরে ভিকটিম স্কুলছাত্রীর দুই পা, হাত ও পিঠে মারাত্নক জখম হওয়ায় তাকে ঈদগাঁও বাজারের একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
উপরোক্ত ব্যপারে অভিযুক্ত পিয়ন ছৈয়দ নূরকে বেশ কয়েকবার ফোন করা হলেও (০১৮২৪-৮৮১৭৫১) রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এলাকার বাসিন্দারা এ প্রতিবেদককে জানান, পিয়ন ছৈয়দ নূরের বহুমুখী অত্যাচারে তারা অতিষ্ঠ। ভূমিদস্যুতা, চাঁদাবাজি, মাদক ব্যবসা অপরাপর অনেক অপরাধের পৃষ্ঠপোষক সে। গত বছর রোজার সময় স্হানীয় এক বিধবা মহিলা মারা গেলে কবর খোঁড়ার সময় বাঁধা দিয়ে মোটা অংকের চাঁদা দাবী করে পিয়ন ছৈয়দ নূর। আজকের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত চার বাংলাদেশিকে ৩৪ বিজিবির আর্থিক সহায়তা

নাইক্ষ‌্যংছড়ি উপজেলার সীমান্তের বিভিন্ন সময়ে মাইন বিস্ফোরণে আহতদের সহায়তা প্রদান করছেন ৩৪ বিজিবি শুক্রবার (১৮ ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইল ৮ এপিবিএন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছে ৮ আর্মড পুলিশ ...