উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/০২/২০২৩ ৭:৪৩ এএম , আপডেট: ১৭/০২/২০২৩ ১:৫৩ পিএম

চট্টগ্রামে রোহিঙ্গাদের জন্য জালিয়াতি করে বানানো পাঁচটি মেশিন রিডেবল পাসপোর্টসহ (এমআরপি) ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে জালিয়াতি চক্রের দুজন সদস্য রোহিঙ্গা নাগরিক।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে গরীবুল্লাহ শাহ মাজার এলাকা থেকে দুই রোহিঙ্গাসহ পারভেজকে আটক করে পুলিশ। তারা সৌদি আরব যাওয়ার উদ্দেশে ঢাকা যাচ্ছিল। পরে তাদের দেওয়া তথ্যে বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে শেষ দুজন ট্রাভেল এজেন্সির মালিক।

গ্রেপ্তার হওয়া দুই রোহিঙ্গা নাগরিক হলেন জাবের, রাজি আলম। বাকি চারজন হলেন, খসরু পারভেজ, তসলিম, ইসমাইল, ফারুক।

মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) নিহাদ আদনান তাইয়ান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।

উপকমিশনার (উত্তর) নিহাদ আদনান তাইয়ান বলেন, ‘কয়েকদিন আগে শাহ আমানত বিমানবন্দর থেকে রোহিঙ্গা নাগরিক আসাদ উল্লাহ নামে হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি হত্যা মামলার আসামি হওয়ায় সৌদি আরব যাচ্ছিলেন। এ ঘটনায় তাকে পাসপোর্ট করে দেওয়া চক্রের সন্ধান শুরু হয়। এরপর চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি বলেন, ‘এই চক্রটি চার-পাঁচ মাস ধরে এসব কার্যক্রম করছে। প্রতি মাসে ১০ থেকে ১২টি পাসপোর্ট করছে বলে তথ্য পাওয়া গেছে। তিন থেকে সাড়ে তিন লাখ টাকা চুক্তিতে চক্রটি রোহিঙ্গাদের পাসপোর্ট করা থেকে সৌদি পৌঁছে দেওয়ার কাজ করে। উদ্ধার হওয়া পাসপোর্টগুলোর মধ্যে চারটিতে নারায়ণগঞ্জের ঠিকানা, অন্য একটিতে চট্টগ্রামের ঠিকানা ব্যবহার করা হয়েছে।’

কীভাবে চক্রটি পাসপোর্ট করে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা বলছে ঢাকা পাসপোর্ট অফিসের সামনে তাদের লোক আছে। আমরা এখনও যাচাই করিনি। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আগে গ্রেপ্তার হওয়া রোহিঙ্গা নাগরিক আসাদ উল্লাহকেও এই মামলায় আসামি করা হবে।’

পাঠকের মতামত

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...