প্রকাশিত: ০৭/০৪/২০১৮ ১০:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৯ এএম

ঐতিহাসিক জব্বারের বলী খেলার ১০৯তম আসর আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। খেলার আগে ও পরে মিলে তিন দিনের বৈশাখী মেলা বসবে লালদীঘির আশপাশে এক বর্গকিলোমিটার এলাকাজুড়ে।শুক্রবার (৬ এপ্রিল) সন্ধ্যায় আবদুল জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা কমিটি প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারীর সভাপতিত্বে বদরপাতির জব্বার হাউসে অনুষ্ঠিত সভায় আগামী ২১ এপ্রিল থেকে বলীখেলায় অংশ নিতে আগ্রহীদের রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত হয়েছে।

ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবসমাজকে ঐক্যবদ্ধ করার জন্য ১৯০৯ সালে লালদীঘির মাঠে এ বলীখেলার আয়োজন করেছিলেন বদরপাতির আবদুল জব্বার সওদাগর।

পাঠকের মতামত