উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/১২/২০২২ ৭:২৮ এএম

কক্সবাজার টেকনাফের যুবক আব্দুর-রাজ্জাক প্রায় দুই বছর আগে ভাগ্য ফেরাতে পাড়ি দেন মালয়েশিয়ায়। দীর্ঘদিন পর আগামী সপ্তাহেই বাড়ি ফেরার কথা ছিলো রাজ্জাকের। সেই অনুযায়ী আজ ছুটি নিয়ে কর্মক্ষেত্র থেকে সবাইকে বিদায় নিয়ে ফিরছিলেন ঘরে। কিন্তু এই বিদায় যে জীবনের শেষ বিদায় হবে বুঝতে পারেননি রাজ্জাক। ঘেরে ফেরার পথেই বেপরোয়া ট্রাক কেড়ে নিলো তার প্রাণ।
মঙ্গলবার (২০ডিসেম্বর) মালেশিয়ান সময় বিকেল ৪টায় সড়ক দুর্ঘটনায় নিহত হন আব্দুর-রাজ্জাক। তার মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম।

নিহত আব্দুর-রাজ্জাক কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের আমির হোছাইনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পরিবারের বরাত দিয়ে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারি জানান, আব্দুর-রাজ্জাক প্রায় দুই বছর আগে মালয়েশিয়ায় যান। সেখানেই আজ কাজ শেষে ঘরে ফেরার সময় একটি সবজির ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন। তার মৃত্যুর খবর পাই আমরা বিকেলের দিকে। মালশিয়ায় প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করা হলে দেশে লাশ পাঠানোর বিষয়ে চেষ্টা চলছে বলে জানিয়েছে।

রাজ্জাকের বন্ধু মালেশিয়া প্রবাসী আমিনুল হক বলেন, আমরা এক সাথে কাজ করি। আগামী সপ্তাহে তার দেশে যাওয়ার কথা ছিল। আজ ছুটি নিয়ে হাসিমুখে আমার কাছ থেকে বিদায় নিয়েছিল। এই বিদায় যে চিরতরে চলে যাবার বিদায় হবে তা কল্পনাও করিনি।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বছরে ২ কোটি বাঁশের চাহিদায় চট্টগ্রাম–কক্সবাজারে দ্রুত উজাড় হচ্ছে বাঁশবাগান

  একসময় দেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা বাঁশবাগান এখন দ্রুত কমে আসছে। এ অবস্থায় ...

উখিয়ায় পরপর তিন ছেলেকে হত্যা, মায়ের কান্না থামানোর কেউ নেই

আব্দুল কুদ্দুস,কক্সবাজার কক্সবাজারের উখিয়া উপজেলার সমুদ্র উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি গ্রাম মনখালী। ...