প্রকাশিত: ২৮/০৫/২০১৬ ৭:৪০ এএম
photo-1464375648_129382বরিশাল: বরিশালে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে বরিশাল সরকারি পলিটেকনিক কলেজের সামনে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগের নিহত ওই কর্মীর নাম রেজাউল করিম। তাঁর মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।

বরিশাল নগরের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আবদুর রউফ খান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটে। রেজাউলসহ চারজনকে এলোপাতাড়ি কোপানো হয়। গুরুতর আহত রেজাউলকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ১১টার দিকে তিনি মারা যান। –

পাঠকের মতামত

সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা

চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধা’ ও শহীদ পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার ...