প্রকাশিত: ১৪/০৩/২০১৮ ৮:০৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৯ এএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ::

কক্সবাজারের রামুর গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার চোখের পানিতে চিরবিদায় জানালো তাদের প্রিয় প্রধান শিক্ষক এএইচএম মনিরুল ইসলামকে (৫২)। মঙ্গলবার বিকেল ৩টায় কক্সবাজার ডিজিটাল হসপিটালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি….রাজিউন)।

মরহুমের স্ত্রী নাসরিন আক্তার নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁদের এক ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে। সন্ধ্যা ৬টায় কক্সবাজার থেকে বিশেষ লাশবাহি গাড়ি নিয়ে এএইচএম মনিরুল ইসলামের মরদেহ নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা পৌনে সাতটায় প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা মোহাম্মদ ওসমান।

এসময় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল, সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মো. শফিউল্লাহ, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী প্রমূখ অংশ নেন। এর পর প্রিয় প্রধান শিক্ষকের মরদেহ মন্ধ্যা সাতটা ১০ মিনিটে গর্জনিয়া উচ্চবিদ্যালয় মাঠে নেওয়া হলে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা। এ সময় বিদ্যালয়ের শিক্ষকরাও চোখের পানি ধরে রাখতে পারেননি।

সাড়ে সাতটায় বিদ্যালয় মাঠেই স্যারের দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন বিদ্যালয়ের হেড মাওলানা আবু মুছা কুতুবি। এর আগে স্যারের জীবনি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন- কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালেহ উদ্দিন চৌধুরী, রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, জেলা পরিষদ সদস্য শামশুল আলম. গর্জনিয়া উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোছন, কচ্ছপিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবছার উদ্দিন ও গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক আহমদ শাহ বাবুল।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় জানাজা নামাজে গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো.ইসমাঈল নোমান, সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, সমাজসেবক ইস্কান্দর মির্জা, সমাজিক উদ্যোক্তা শাহারীয়ার ওয়াহেদ চৌধুরী রাসেল, গর্জনিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি হাফেজ আহমদ, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সিকদার সোহেল, সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী, সাংবাদিক হাবিবুর রহমান সোহেল প্রমূখ অংশ নেন। পরে শিক্ষকের লাশবাহী গাড়িটি তাঁর গ্রামের বাড়ি চকরিয়ার উদ্দেশ্যে রওনা দেন। ১৪ মার্চ সকালে তৃতীয় জানাজা নামাজ শেষে গ্রামের কবরস্থানে প্রধান শিক্ষকের লাশ দাফন করা হবে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি তৈয়ব উল্লাহ চৌধুরী বলেন, এএইচএম মনিরুল ইসলাম ১৯৯৬ সালে গর্জনিয়া উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। তিনি দীর্ঘ ২২ বছর অত্যন্ত সততার সঙ্গে প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব পালন করেছেন। তাঁর হঠাৎ চলে যাওয়া মেনে নেওয়ার নয়। এই মৃত্যুতে বিদ্যালয় কর্তৃপক্ষ একদিনের শোক ঘোষণা করেছে।

বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাজ্জাদ হোসাইন বলেছে, ‘মনির স্যার আমাদের কাছে ছিলেন বাবার মতো। তিনি পরম স্নেহে আমাদের পড়াতেন।’ এই বলেই কান্নায় ভেঙে পড়ে সাজ্জাদ। বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা কায়সার জাহান চৌধুরী বলেন, ‘মনির স্যার সবার কাছে অতি প্রিয় মানুষ ছিলেন। তাঁর শূন্যতা পূরণ করা কঠিন হবে।’

পাঠকের মতামত

মিয়ানমারে সংঘাত/টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ৯ বিজিপি সদস্য

মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী ...