ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৫/২০২৫ ৯:৫৯ এএম

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে সকাল থেকে বজ্রবৃষ্টি ও ঝড় হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। সোমবার (১২ মে) সকালে এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে তিনি লেখেন, আজ প্রায় সারাদিন কাটার মাস্টার মোস্তাফিজের মতো প্রকৃতি একটার পর একটা কাটা মারবে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর ওপরে দিয়ে। নিচে সংযুক্ত ছবিতে দেখতে পারছেন প্রথম কাটার সকাল ৬ টা বেজে ৩০ মিনিটের মধ্যে চট্টগ্রাম শহরের ওপর দিয়ে অতিক্রম করা শুরু করবে। এর পরে প্রায় ৩ ঘণ্টা পর ২য় কাটার (সকাল ৯ টার পর থেকে ১২ টার মধ্যে) ও ৬ ঘণ্টা পরে ৩য় কাটার (দুপুর ১২ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে) চট্টগ্রাম শহরের ওপর দিয়ে অতিক্রম করা শুরু করার আশঙ্কা করা যাচ্ছে।

তিনি লেখেন, আজ প্রায় সারাদিন একের পর এক বজ্রবৃষ্টি ও ঝড় ভারতের দার্জিলিং, জলপাইগুড়ি জেলায় সৃষ্টি হয়ে প্রথমে রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে প্রবেশ করে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হবে। এর পরে সেই ঝড় মেঘালয় পর্বতের উপর দিয়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রম করে ভারতের ত্রিপুরা ও আসাম রাজ্যের ওপর দিয়ে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রম করে মায়ানমারের দিয়ে অগ্রসর হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এর আগে এক পোস্টে তিনি লেখেন, ‘ভোর ৪ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে আবারও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।’

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...