
দেড় হাজার পিস ইয়াবা চকলেটের প্যাকেটে ভরে ঢাকায় পাচারের চেষ্টা করছিলেন এক তরুণী। শেষ পর্যন্ত ধরা পড়ে কক্সবাজারের এসএ পরিবহনের কাউন্টারেই ভেঙে পড়লেন কান্নায়। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের হলিডে মোড়ের এসএ পরিবহনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চকলেটের প্যাকেট পাঠানোর সময় সন্দেহ হয় কর্মচারীদের। পরে প্যাকেট খুলে দেখা যায়, চকলেটের ভেতরে লুকানো রয়েছে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হলে পুলিশ এসে ওই তরুণীকে আটক করে থানায় নিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঢাকার গাজিপুর ও বাউফলে চালান পাঠানোর কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। তবে কার কাছে বা কার মাধ্যমে এই মাদক পাঠানোর কথা ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, চকলেট, বিস্কুট, এমনকি শিশুদের খাবারের প্যাকেটে ইয়াবা পাচার একটি নতুন কৌশল হয়ে উঠছে। তবে গোয়েন্দাদের তৎপরতায় একের পর এক এ ধরনের চক্র ধরা পড়ছে। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পাঠকের মতামত