চাকরির খোঁজে রোহিঙ্গা কিশোর টঙ্গীতে
কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে চাকরির খোঁজে গাজীপুরের টঙ্গীতে আসে একজন রোহিঙ্গা ...
চকরিয়া প্রতিনিধি::
চকরিয়ায় ট্রাক চাপায় মরিয়ম বেগম (১১) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম বেগম উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের দরগাহ পাড়াস্থ নওশেদ আলীর মেয়ে ও স্থানীয় নুরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এএসআই মো. হেলাল উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মাদ্রাসায় যাওয়ার জন্য মহাসড়কের ইসলামনগরস্থ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল মরিয়ম। এ সময় চট্টগ্রামমুখী একটি ট্রাক ওই ছাত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
তিনি আরো জানান, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় চালক-লেপার কাউকে আটক করা সম্ভব হয়নি।’
পাঠকের মতামত