যুবদল নেতার উচ্ছৃঙ্খলতার বিষয়ে পুলিশকে লিখিত জানালেন বিএনপি নেতা
এক যুবদল নেতার অসাংগঠনিক কাজ ও উচ্ছৃঙ্খলতার বিষয়ে থানা পুলিশকে লিখিতভাবে অবহিত করেছেন বিএনপির কেন্দ্রীয় ...
চকরিয়া প্রতিনিধি::
চকরিয়া পুলিশ অভিযান চালিয়ে বনদস্যু রেজাউল করিম (৩৬) কে গ্রেফতার করেছে। গতকাল ৮ জুন বিকাল ৩ টায় থানার উপপরিদর্শক মাহবুবুর রহমানের নেতৃত্বে সংগীয় পুলিশদল নিয়ে উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এ অভিযান চালায়। ধৃত রেজাউল করিম উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের শফি আলমের পুত্র।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ধৃত রেজাউল করিমের বিরুদ্ধে বন আইনসহ ২২ টি মামলা রয়েছে। তন্মধ্যে ১টি মামলায় আদালতের ২ বছরের সাজা রয়েছে। সে গ্রেপ্তার এড়াতে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গা হিসেবে তালিকায় নাম লিখে ছদ্মবেশে আত্মগোপনে থাকে। গোপন সংবাদে খবর পেয়ে এস আই মাহবুব এর নেতৃত্বে উখিয়া থেকে গ্রেপ্তার করে। আজ ৯ জুন আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
পাঠকের মতামত