প্রকাশিত: ২৪/০৮/২০১৮ ৮:০৯ পিএম

অাজিজুল হক::
২৩ শে আগস্ট বৃহস্পতিবার ঈদের ২য় দিন নাইক্ষ্যংছড়ি উপজেলার বৃহত্তর ছাত্র সংগঠন “ঘুমধুম ছাত্র ঐক্য পরিষদ” কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী,অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল ১০টায় ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের হল রুমে সম্পন্ন হয়েছে।

অনুষ্টানে সংগঠনের সদস্য সচিব রফিক হায়দারের উপস্থাপনায় হাফেজ জালালের কোরঅান তিলাওয়াতের মধ্য দিয়ে সভাপতিত্ব করেন ঘুমধুমের কৃতি সন্তান সহকারী জজ মাহমুদুল হক সানি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা অাওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শফিউল্লাহ। সংগঠনের অাহব্বায়ক ছৈয়দুর রহমান হীরার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে উদ্ভোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমরান মেম্বার।
বিশেষ অতিথি পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্য নে ওয়ান চাক, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তাসলিম ইকবাল চৌধুরী, ঘুমধুম ইউপি চেয়ারম্যান এ,কে,এম জাহাঙ্গীর অাজিজ, ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমন চৌধুরী, ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি খালেদ সরওয়ার হারেজ, ইউনিয়ন বিএনপির সভাপতি অাব্দুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমন্ডার হাজী রাজামিয়া, বীর মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, উপজেলা অাওয়ামীলীগ সদস্য ডাঃ মোঃ শাহজাহান, সাবেক প্রধান শিক্ষক এম. সাজেদ উল্লাহ্, ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপেন্দ্র লাল কারবারী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল অালম সিকদার,কৃষকলীগ সভাপতি গোলাম ছোবাহান, ইউপি সদস্য অাব্দুল করিম, মহিলা ইউপি সদস্য খালেদা বেগম,ইউনিয়ন যুবলীগের সভাপতি ছৈয়দুল বশর,সাধারণ সম্পাদক নুর হোছাইন।সংগঠনের থিম সং পরিবেশন করেন শিল্পী জালাল উদ্দিন অাসিফ।
সকালে জার্সি পরিধান,অতিথি বরণ, রেলি, সভা, পুরস্কার বিতরণ,নতুন কমিটি ঘোষনা ও সর্বশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি মাহমুদুল হক সানি বলেন অামি এই এলাকারী সন্তান ঘুমধুম ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে সর্বাত্মক সহযোগীতা থাকবে। প্রধান অতিথির বক্তব্যে শফিউল্লাহ বলেন মানসম্মত শিক্ষার বিকল্প নাই। সবাইকে পড়ালেখার প্রতি অারও মনযোগী হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানের ২য় পর্বে উপদেষ্টা ও স্থায়ী কমিটির যৌথ সিদ্ধান্তে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন সংগঠনের স্থায়ী কমিটির মাও. নুরুল অাবছার।
ঘুমধুম ছাত্র ঐক্য পরিষদের নব কমিটির সভাপতি ছৈয়দুর রহমান হীরা ও সাধারণ সম্পাদক রফিক হায়দার তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় বলেন চেষ্টা থাকবে সমঝোতার সাথে অামাদের উপর অর্পিত দায়িত্ব পালন করা। সে সাথে সীমান্ত জনপদের সবচেয়ে ভয়ানকব্যধি মাদক/ইয়াবা থেকে তরুন সমাজকে ফিরিয়ে অানা।

পাঠকের মতামত

কক্সবাজারে মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে এনজিওগুলোকে সতর্ক থাকার আহ্বান

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস বলেছেন, দেশের অভ্যন্তরে এবং বিদেশে লুকিয়ে ...

দলের নির্দেশনাকে পাত্তা দিচ্ছে না টেকনাফ মহিলা দলের দুই নেত্রী

আ.লীগ সরকারের অধীনে ধারাবাহিকভাবে সকল নির্বাচন বর্জন করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারেই ধারাবাহিকতায় ...

হিট স্ট্রোকে রামু রহমানিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছালামত উল্লাহর ইন্তেকাল, নামাযে জানাযা সম্পন্ন

রামু মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছালামত উল্লাহ হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল ...