প্রকাশিত: ০৬/০১/২০১৭ ৯:০০ পিএম

শহিদুল ইসলাম, উখিয়া ::

পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্র“ পশ্চিমকুলে গড়ে উঠেছে পাহাড়ীকা এগ্রো ফার্ম নামের একটি ইকো ট্যুরিজম। দেশী বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে এ দুর্গম পাহাড়ী এলাকায় ব্যক্তি মালিকানাধীন পার্ক গড়ে তুলেছে সাবেক নাইক্ষ্যছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান নুরুল আবছার ও তার অপর সহযোগী ঢাকা মীরপুর এলাকার মোঃ আবছার আলী খান। দেশী ও বিদেশী পর্যটকরা ভ্রমন করতে এসে একবার এ পার্ক দেখে না গেলে তাদের ভ্রমনের একটু অংশ বাকী থাকবে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, এ পার্ক এলাকার চার পাশে রাস্তা রয়েছে। পানিতে গোসল করা এক আনন্দময় দৃশ্য, যাহা পর্যটকদের মন কাড়ে। ওখানে রয়েছে পর্যটকদের খাওয়ার ব্যবস্থা। প্রায় ১০ একর জায়গার উপর গড়ে তোলা হয়েছে। প্রতিদিন পার্কে স্কুল, কলেজ পড়–য়া ছাত্র ছাত্রী, দেশ বিদেশী পর্যটকরা দেখতে আসে। পার্কের মালিক নুরুল আবছার বলেন, তার ব্যক্তিগত জমির উপরে তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে এ পার্ক গড়ে তোলা হয়েছে। সরকার সাহায্য সহযোগিতা করলে এ পার্ককে আরো সৌন্দর্য্য বর্ধন করা সম্ভব। সে আরো বলেন, বেড়াতে আসলে কোন ধরনের পর্যটকদের ঝামেলায় পড়তে হবে না। পর্যটকদের নিরাপত্তার জন্য রাখা হবে সিকিউরিটি গার্ড। কক্সবাজার লিংক রোড থেকে সরাসরি উখিয়ার টিভি র‌্যালী কেন্দ্রের পূর্ব পার্শের সড়ক দিয়ে সরাসরি ওই পার্কে যাওয়া যায় বিভিন্ন যানবাহন দিয়ে। পর্যটকদের আকৃষ্ট করতে এ পার্ক তৈরি করা হয়েছে। ঘুমধুম এলাকার বাসিন্দা আবদুল করিম, আবদুল মালেক, আবুল খায়ের, আবু শামা সহ একাধিক লোক বলেন, ইকো ট্যুারিজম প্রতিষ্ঠার পর থেকে নানান বয়সী পর্যটক আসতে শুরু করেছে। ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, তিনিও ইকো ট্যুরিজম কেন্দ্রের সফলতা কামনা করেন। আরো ব্যক্তি মালিকানায় পর্যটন কেন্দ্র গড়ে উঠা উচিত বলে মনে করেন।

পাঠকের মতামত

সেভ দ্য চিলড্রেন ও ইউরোপীয় কমিশন এর বিয়ন্ড দ্য ডার্কনেস বইয়ের মোড়ক উন্মোচন

সেভ দ্য চিলড্রেন আজ ইউরোপিয়ান সিভিল প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনস (ECHO)-এর সহযোগিতায় প্রকাশিত বই ...

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাক-এর উদ্যোগে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস পালিত

তিন শতাধিক মানুষের অংশগ্রহণে কক্সবাজার সমুদ্র সৈকতে ব্যতিক্রমী ‘বিচ ক্লিনআপ ক্যাম্পেইন’ অনুষ্ঠিত পর্যটন নগরী কক্সবাজারকে ...

উখিয়ায় কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা প্রাপ্তি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ায় অনগ্রসর এলাকার সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কমিউনিটি ক্লিনিকে সেবা প্রাপ্তি বিষয়ক পরিকল্পনা ...

নাইক্ষংছড়ি থানার ওসি ও দলের নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতার মামলা বাণিজ্যের অডিও ফাঁস!

বান্দরবানের নাইক্ষ‌্যংছড়িতে থানার অফিসার ইনচার্জ(ওসি) ও দলের নাম ভাঙ্গিয়ে সাবেক উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমানের ...