প্রকাশিত: ২৮/০৭/২০১৭ ৭:৪৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০৬ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের কিছু হোটেল-মোটেল, গেস্টহাউজ ও কটেজ থেকে সমুদ্রসৈকতে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। রাতের অন্ধকারে গোপনে এ বর্জ্য ফেলে সৈকতের পানি দূষিত করা হচ্ছে। এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গত বুধবার সন্ধ্যায় কক্সবাজার সৈকতের একটি তারকা হোটেলের সম্মেলনকক্ষে বর্জ্যব্যবস্থাপনা বিষয়ে হোটেল, গেস্টহাউজ ও কটেজ মালিক ও পরিচালনাকারীদের সঙ্গে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) মতবিনিময় সভায় কউক চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ এসব কথা বলেন।
কউক চেয়ারম্যান বলেন, সমুদ্রসৈকতে বর্জ্য ফেলার বিষয়ে তাঁকে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় বক্তব্য দেন কউকের সদস্য (প্রকৌশল) লে. কর্নেল আনোয়ারুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সর্দার শরিফুল ইসলাম, কউকের উপনগর পরিকল্পনাবিদ সরওয়ার উদ্দিন, শরণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি ফরিদুল ইসলাম, কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউজ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার, কক্সবাজার হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র সাখাওয়াত হোসেন, কক্সবাজার কটেজ ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী রাসেল আহমেদ, হোটেল মালিক শফিকুর রহমান, পর্যটন মোটেল শৈবালের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া প্রমুখ।
সভায় সাখাওয়াত হোসেন বলেন, যাঁরা হোটেলের বর্জ্য সাগরে ফেলছেন, তাঁদের শায়েস্তা করতে হবে।

পাঠকের মতামত

সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...

সরকারের সমালোচনার পাশাপাশি নিজেকেও পরিবর্তন করতে হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...