ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৬/২০২৫ ৯:০৬ এএম

ঈদের আনন্দ যখন ঘরে ঘরে, তখন এক গৃহবধূর বাড়িতে নেমে এলো শোকের ছায়া। কোরবানির পশু না দেওয়ায় স্বামীর কাছে অপমানিত হয়ে অভিমানে আত্মহত্যা করেছেন বিলকিস আক্তার (২৭)।

রবিবার (৮ জুন) দুপুর দেড়টার দিকে পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের পূর্ব গোমদন্ডী আইসক্রিম ফ্যাক্টরি রোডের ভাড়া বাসার নিজ কক্ষে এ ঘটনা ঘটে।

নিহত বিলকিস আক্তার বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী মুজাহিদ চৌধুরী পাড়ার আবেদুর রহমান বাড়ির রিকশা চালক আবু সৈয়দের মেয়ে।

গত ৪ মাস আগে পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ড পূর্ব গোমদন্ডী মিয়া বাপের বাড়ির সিএনজি অটোরিকশা চালক মো. জাহেদের সাথে সামাজিকভাবে বিলকিস আক্তারের বিয়ে হয়। তারা আইসক্রিম ফ্যাক্টরি রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

গত কয়েকদিন ধরে কোরবানির ঈদে ছাগল না দেওয়া নিয়ে বিলকিসকে নানা ধরণের কথা শোনাচ্ছিল বলে জানিয়েছেন নিহতের বাবা রিকশা চালক আবু সৈয়দ।

তিনি বলেন, আমার মেয়ের বিয়ের পর থেকে যতটুকু সাধ্য ছিল জামাইকে দিয়েছি। কিন্তু আর্থিক অক্ষমতার কারণে কোরবানির ঈদে কিছুই দিতে পারিনি বলে মেয়েকে অপমান করে যাচ্ছেন তার স্বামী। বাবা-মা ধরে কেউ গালি দিলে মেয়েটি সহ্য করতে পারে না বিধায় শেষ পর্যন্ত এমন সিদ্ধান্ত নিলো।

বিলকিসের ভাসুর মো. জাবেদ বলেন, জাহেদের বিয়ের পর থেকে আমরা আলাদা ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকি। রবিবার দুপুরে জাহেদ ফোন করে জানায় যে বিলকিস ঘরের সিলিংয়ে বাঁশের সাথে ফাঁস খেয়েছে। এরপর বিলকিসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন।

বিলকিসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলী বিন কাসিম বলেন, আজ দুপুর ২টা ২৪ মিনিটের সময় চমেক হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিলকিসকে মৃত ঘোষণা করেছেন। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়রা বলেন, এই মর্মান্তিক ঘটনাটি শুধু একটি পরিবারের নয়—সমাজের এক কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি। ঈদের আনন্দ কখনও কাউকে অপমান করার বা কষ্ট দেওয়ার উপলক্ষ হতে পারে না। যৌতুক বা উপহারের নামে অন্যের সম্মানহানির এই চর্চা বন্ধ হওয়া উচিত। বিলকিসের মৃত্যু আমাদের সকলকে প্রশ্ন ছুঁড়ে দেয়—একটি পশু কি একটি জীবনের চেয়ে মূল্যবান? ঈদের আনন্দ হোক ভালোবাসা ও সহানুভূতির।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...