আব্দুল মালেক, সেন্টমার্টিন থেকে
প্রকাশিত: ২৮/০৫/২০২৪ ৮:১১ পিএম

রাত পোহালে ভোট যুদ্ধ শুরু হবে টেকনাফ উপজেলার ৬ টি ইউনিয়নে। প্রার্থীদের মিশিল মিটিং শেষ হয়েছে গতকাল। এখন ভোট দেওয়ার আশায় ভোটাররা।

অন্যদিকে ঘূর্ণিঝড় রিমালের কারণে আটকা পড়েছে টেকনাফে আশ্রয় নিতে আসা প্রায় ৪ শতাধিক সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দা। তারাও চাই ভোট দিতে। কিন্তু আবহাওয়া খারাপ। যেতে পারছে না নিজ এলাকায়।
সেন্টমার্টিন দক্ষিণ পাড়ার এক বাসিন্দা আব্দু শুক্কুর বলেন, টেকনাফে আটকা পড়েছি প্রায় ১ সপ্তাহ হয়েছে। হোটেলে থাকা খাওয়ার মধ্যে সব টাকাই শেষ। দ্বীপে যেতেও পারছি না৷ একটা প্রার্থীও আমাদের দ্বীপের মানুষের খোঁজ খবর নেইনি।
আরেক বাসিন্দা আবু তালেব বলেন, ঘূর্ণিঝড়ের কারণে সেন্টমার্টিনের প্রায় ৭৫টি বোট মাঝিমাল্লাসহ টেকনাফে আটকে আছে প্রায় ১ সপ্তাহ ধরে। তারা কি খাচ্ছে? কোথায় থাকছে? কেও দেখতে আসেনি। অন্তত ৪ শতাধিক দ্বীপের মানুষ টেকনাফে কষ্টে রয়েছে। উপজেলা চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান কোনো প্রার্থী একটি বারের জন্যও আমাদের খোঁজ খবর নেইনি। বড়ই দুঃখের সাথে বলতে হচ্ছে – তারা সুসময়ে বুকে নেই আবার দুঃসময়ে লাথি দেই।

নির্ধারীত তারিখ ২৯ মে ২০২৪ ইং বুধবার টেকনাফ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ তারিখ সকাল থেকে উপজেলা নির্বাচন অফিস হতে নির্বাচনীয় সরঞ্জামসহ ভোট গ্রহণকারী অফিসারগণ নিজ নিজ কেন্দ্রে যেতে দেখা যায়।

এখইভাবে ২৮ তারিখ সকাল ১০ ঘটিকার সময় ভোট গ্রহণের সরঞ্জামাদিসহ সেন্টমার্টিন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ সেন্টমার্টিনের উদ্দেশ্যে টেকনাফ দমদমিয়া ঘাঠে অবস্থান করেন। কিন্তু বৈরি আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় আর যেতে পারেননি সেন্টমার্টিন নির্বাচনীয় টিম।

সকাল ১১ টার দিকে নির্বাচনীয় টিম বাংলাদেশ কোস্ট গার্ডের একটি হাইস্পিড বোটে টেকনাফ নাফ নদী মোহনা পর্যন্ত আবহাওয়ার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যায়।
ফিরে এসে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ীর ইনচার্জ বাতেন সোহেল বলেন, নাফ নদীর মোহনা পর্যন্ত গেলাম। কিন্তু তারপর থেকে দেখলাম সমুদ্রের অবস্থা ভয়াবহ। এই মুহূর্তে এই উত্তাল বঙ্গোপসাগর পাড়ি দেওয়া মারাত্মক জীবন ঝুঁকি রয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার খোরশেদ আলম তার ফেইসবুকে এক কমেন্টে লিখেন-সেন্টমার্টিন এর আবহাওয়ার উপর নির্ধারণ করে নির্বাচন পিছিয়ে দেওয়া খুবই জরুরী।

টেকনাফ উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান বলেন, সমুদ্র খুবই উত্তাল। আপাতত সেন্টমার্টিন যাওয়া যাচ্ছে না। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কক্সবাজার উপকূলে এখনো ৩ নং সংকেত রয়েছে। আগামীকাল ২৯ মে টেকনাফ উপজেলা নির্বাচন। জাতীয় স্বার্থে স্বস্ব ভোট কেন্দ্রে যাওয়া দরকার। কিন্তু হঠাৎ বৈরি আবহাওয়ার সৃষ্টি। কোস্ট গার্ডের সী ব্যাচেলে করে যাওয়া যাবে। তবুও আগামীকাল ভোর সকালে ওয়েদারের পরিস্থিতি দেখে সেন্টমার্টিনের বিষয়টি উর্ধ্বতম কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন।

পাঠকের মতামত

টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে বিজিবির অভিযান: বিপুল অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ...

অন্যের নামে সেন্টমার্টিন ভ্রমণ করা যাবে না, কঠোর অবস্থানে প্রশাসন

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ...

রোহিঙ্গা ক্যাম্পে অনুমতিহীন টার্ফ নির্মাণ, নিরাপত্তা ঝুঁকি ও সংঘাতের আশঙ্কা

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় অত্রযত্র অনুমোদনবিহীন ফুটবল টার্ফ গড়ে উঠছে। প্রয়োজনীয় প্রশাসনিক ...