উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/১২/২০২২ ১১:০৫ এএম

৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জয়ের আনন্দে ভাসছে আর্জেন্টিনা। শুধু আর্জেন্টিনা নয়, মেসিদের জয়ের আনন্দে মেতেছে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্ত-সমর্থকরা। ফুটবলপাগল জাতি হিসেবে উচ্ছ্বসিত বাংলাদেশও। দেশের বিভিন্ন স্থানে আর্জেন্টিনার ভক্ত সমর্থকরা নানাভাবে উদযাপন করছে শিরোপা জয়।

তবে যশোরের ঝিকরগাছায় এ জয়ের আনন্দ নেমে এসেছে বিষাদের ছায়া হয়ে।

রবিবার (১৮ ডিসেম্বর) রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা চলাচালে আর্জেন্টিনার গোলে উল্লাস করতে উপজেলার নিমার্ণাধীন সেতুর ওপর পড়ে রাকিব হোসেন (২৫) নামে যুবকের মৃত্যু হয়েছে।

নিহত রাকিব ঝিকরগাছা পৌরসভার মাগুরাপট্টি ধোপাপাড়া এলাকার বাসিন্দা।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখার জন্য ঝিকরগাছার কৃষ্ণনগর এলাকায় দুই সেতুর মাঝে বঙ্গবন্ধু পার্কে বড় পর্দার ব্যবস্থা করা হয়। প্রথমার্ধে আর্জেন্টিনা দ্বিতীয় গোল দেওয়ার পর সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। এ সময় রাকিব পা পিছলে পার্কের ঢালু পাড় থেকে নিচে নির্মাণাধীন সেতুর ওপর পড়ে যান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...

১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...