উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২০/১০/২০২৪ ৮:৩৩ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মো. সায়মন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।সে উখিয়া উপজেলার পালাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে।

সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সী সেইফ লাইফগার্ড কর্মীদের সুপারভাইজার মো. ওসমান গণি জানান, রোববার বিকেল ৪ টায় কক্সবাজার সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটেছে।

সায়মনের বন্ধু ও স্থানীয়দের বরাতে ওসমান গণি বলেন, রোববার বিকালে সৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্ট এলাকার সাগরে সায়মনসহ তিন বন্ধু মিলে গোসলে নামে। তারা তিনজনই টিউব নিয়ে গোসলে নেমেছিল। এক পর্যায়ে সায়মনের সাথে থাকা টিউবটি ঢেউয়ের ধাক্কায় ছিটকে ভেসে যায়। এতে স্রোতের টানে সে ভেসে যেতে থাকে। এসময় বন্ধুদের চিৎকারে স্থানীয় লাইফগার্ড কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খোঁজ নিলেও সায়মনের সন্ধান পাননি।

লাইফগার্ডের এ সুপারভাইজার বলেন, ঘটনার পর থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা চালালেও লাইফগার্ড কর্মীরা সায়মনের সন্ধান পাননি। পরে বিকেল সাড়ে ৫ টার দিকে সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে কিছু একটা ভাসতে দেখে স্থানীয়রা। পরে লাইফগার্ডের একটি দল সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সায়মনকে মৃত ঘোষণা করেন।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাগরে গোসলে নেমে মৃত্যু হওয়া যুবকের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

পাঠকের মতামত

টেকনাফের কচ্ছপিয়া উপকুল; মালয়েশিয়ায় পাচারের নিরাপদ রুট

টেকনাফের কচ্ছপিয়া উপকুলের বঙ্গোপসাগর দিয়ে মালয়েশিয়ায় মানবপাচারের ঘটনা ঘটছে। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বঙ্গোপসারের ওই ...

হোটেল-মোটেল থেকে অর্থ সংগ্রহ করে লাইফ গার্ড নিয়োগের নির্দেশ

তহবিল সংকটের কারণে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের প্রাণ রক্ষায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান সি-সেফ লাইফগার্ডের কার্যক্রম আগামী ...

সিন্ডিকেটের কব্জায় কক্সবাজার সৈকত, চলছে দখলযজ্ঞের মহোৎসব

বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার—যা একদিকে প্রকৃতির অমূল্য দান, অন্যদিকে কোটি দেশি-বিদেশি পর্যটকের প্রিয় গন্তব্য। ...

বিতর্কিত মন্তব্যে আলোচিত মুফতি আমীর হামজা কক্সবাজারে: সতর্ক করলো জামায়াত

 বিতর্কিত মন্তব্যের কারণে আলোচিত ইসলামী বক্তা মাওলানা মুফতি আমির হামজা’কে সতর্ক করেছে বাংলাদেশ জামায়াতে ...