প্রকাশিত: ১৯/০৫/২০১৭ ৯:১১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৬ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
পর্যটন শহর কক্সবাজারে যাত্রীবাহী বোয়িং বিমান চলাচল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বোয়িং-৭৩৭ ফ্লাইটটি ১৫২ জন যাত্রী নিয়ে আজ সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। একই ফ্লাইট সন্ধ্যা সাড়ে ৬টার সময় ১১২ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে যায়।

গত ৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে সম্প্রসারিত বিমানবন্দরে বোয়িং বিমান চলাচল উদ্ভোধন করেছিলেন। সেদিন তিনি কক্সবাজার-ঢাকা আসা যাওয়াও করেন বোয়িং বিমানে।

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে উন্নীত করার প্রকল্পটির কাজ শেষ হওর কথা আগামী বছর। কিন্তু তার আগেই কাজ শেষ হয়ে যাওয়ায় বোয়িং বিমান চলাচল শুরু হয়েছে বৃহষ্পতিবার থেকে।

কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মহন্ত বলেন, বৃহস্পতিবার থেকে ঢাকা-কক্সবাজারের মধ্যে চালু হওয়া বোয়িং বিমানের যাত্রীদের ঢাকা বিমানবন্দরে রজনীগন্ধা ফুল দিয়ে এবং কক্সবাজার বিমানবন্দরে শুভেচ্ছা কার্ড দিয়ে বরণ করে নেওয়া হয়।

তিনি জানান, ঢাকা-কক্সবাজার রুটে জনপ্রতি সর্বনিম্ন ৪ হাজার টাকা থেকে শুরু করে সাড়ে ৮ হাজার টাকা পর্যন্ত ভাড়া রয়েছে। । প্রতি বৃহস্পতিবার এবং শনিবার বিকেল ৫টায় একটি করে ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবে। পর্যটকদের অবকাশ যাপনের জন্য সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার এবং সপ্তাহের প্রথম দিন শনিবারকে বাছাই করে নেওয়া হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...