
নিউজ ডেস্ক::
কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এসময় বাসের চালকসহ তিনজনকে আটক করা হয়েছে। বাসটিও জব্দ করেছে র্যাব। শনিবার (২৫ নভেম্বর) সকালে নগরীর নিউমার্কেট এলাকায় শীততাপ নিয়ন্ত্রিত বাসটিতে তল্লাশি চালায় র্যাব।
আটক তিনজন হলেন, তুবা পরিবহন বাসের চালক মোস্তফা (৫৫) এবং দুই যাত্রী রিফাত (৩২) ও জোবায়ের (২৪)।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক এএসপি মিমতানুর রহমান বাংলানিউজকে জানান, আটক তিনজন একই ইয়াবা পাচারকারী চক্রের সদস্য। তারা কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
তিনি জানান, বাসে তল্লাশি করে ইয়াবা পাওয়ার পর সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। বাসের সুপারভাইজার তাদের অন্য বাসে তুলে দেন। এরপর বাসটি জব্দ করা হয়েছে।
তুবা পরিবহনের ওই বাসে করে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের তথ্য র্যাবের কাছে আছে বলে জানিয়েছেন মিমতানুর।
পাঠকের মতামত