ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/১২/২০২৪ ১০:৩১ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কক্সবাজারে সড়ক অবরোধ ও থানা ঘেরাও করেছেন। রাত ১১টা থেকে এখন পর্যন্ত এই কর্মসূচি চলমান রয়েছে।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয় তার ফেসবুক একাউন্টে শহীদ আবু সাঈদকে নিয়ে কটূক্তি করে ভিডিও পোস্ট করার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শহরের থানা সড়কের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখেন।

ওই সময় বিভিন্ন জ্বালাময়ী স্লোগান দিতে থাকেন।
ছাত্র নেতাদের দাবি, কক্সবাজার শহরে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।

এ সময় প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আন্দোলন চলাকালীন থানার প্রধান গেটে তালা লাগিয়ে দেয় ছাত্ররা।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খানের বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত

সিন্ডিকেটের কব্জায় কক্সবাজার সৈকত, চলছে দখলযজ্ঞের মহোৎসব

বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার—যা একদিকে প্রকৃতির অমূল্য দান, অন্যদিকে কোটি দেশি-বিদেশি পর্যটকের প্রিয় গন্তব্য। ...

বিতর্কিত মন্তব্যে আলোচিত মুফতি আমীর হামজা কক্সবাজারে: সতর্ক করলো জামায়াত

 বিতর্কিত মন্তব্যের কারণে আলোচিত ইসলামী বক্তা মাওলানা মুফতি আমির হামজা’কে সতর্ক করেছে বাংলাদেশ জামায়াতে ...