হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৭/০৯/২০২২ ১১:৪৬ এএম

চার দশকেরও বেশি সময় শিক্ষকতা ও আইনজীবি অভিযাত্রার সঙ্গে থেকে চিরবিদায় নিলেন এ্যাডভোকেট এ,এম তোফাইল। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ৫টা ২০ মিনিটে নিজ বাসভবনে গুণী এই মানুষটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)তার বয়স হয়েছিল ৬৯ বছর। এডভোকেট এ, এম তোফাইল রত্নাপালং ইউনিয়নের মৃত রহিম আলীর পুত্র। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, তিন পুত্র ও পাঁচ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কক্সবাজার জজ কোর্টের একজন সিনিয়র আইনজীবি ছিলেন। গত কয়েক মাস ধরেই ফুসফুসে ক্যান্সার জটিলতায় ভুগছিলেন এ, এম তোফাইল। গুরুতর অসুস্থ অবস্থায় কয়েকবার ভারতে চিকিৎসার জন্যে যেতে হয় তাকে। আছরের নামাজের পর কোটবাজার সংলগ্ন খোন্দকার পাড়া জামে সমজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তোফাইলের মৃত্যু খবরে শিক্ষক মহল ও কক্সবাজার জেলা আইনজীবি অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। শিক্ষক, আইনজীবি ও বিভিন্ন রাজনৈতিক জগতের অনেকেই তার বাড়িতে শেষ বিদায় জানাতে ছুটে যান। বিশিষ্ট আইনজীবি এ, এম তোফাইলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব শাহ জাহান চৌধুরী, সাবেক সাংসদ আব্দুর রহমান বদি, কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট এ, কে, এম শাহজালাল চৌধুরী। উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী,সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গির কবির চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল হুদা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল। বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, মরহুম এ, এম তোফাইল আমার শিক্ষক ছিলেন। তিনি উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবি শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে আমি গভির শোকাহত এবং পরিবারের প্রতি সমবেদনা জানাই। কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ, কে এম শাহজালাল চৌধুরী বলেন, তার মৃত্যুতে কক্সবাজার জেলা আইন অঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো। উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গির কবির চৌধুরী বলেন, মরহুম এ, এম তোফাইল বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ ও সৎ লোক ছিলেন। আমি তার মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করছি। উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার বলেন, তিনি নামাজি পরহেজগার ও পরোপকারী ছিলেন। আমি তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজি বলেন, এডভোকেট তোফাইল উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে বহু বছর শিক্ষকতা করেছেন। তার মতো মেধাবী শিক্ষক আরেকজন খুঁজে পাওয়া যাবে না। আমি শিক্ষকদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...