প্রকাশিত: ০২/০৮/২০১৭ ৫:১০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫০ পিএম

ফরিদুল মোস্তফা খান, কক্সবাজার ::
কক্সবাজার বিভিন্ন মামলার আসামিদের নির্ধারিত দন্ডে কারাভোগ শেষে বের হয়ে তাদের পুনরায় অপরাধে আর আগ্রহ সৃষ্টি হবে না। কারও উস্কানি আমলে আসবে না ওদের। তাকে আর লুকিয়ে থাকতে হবে না এলাকায়। ওইসব বন্দীর জন্য জেলহাজত থেকে মুক্তির পর নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা হাতে নিয়েছে কক্সবাজার জেলা কারাগার কর্তৃপক্ষ। সেখানে আসামি-কয়েদিদের প্রাথমিক ও মৌলিক শিক্ষা দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে তোলা হচ্ছে। আর কারা অভ্যন্তরে শিশুদের ডে-কেয়ারে (পরিচর্যা) যতেœ নজর রাখা হচ্ছে। কৃত নানা অপরাধ ও অভিযোগে আটক কক্সবাজার কারাগারে বন্দী প্রায় তিন হাজার ১শ ১৬জন লোককে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হচ্ছে বর্তমানে। ফেলে আসা অতীতের সব উচ্ছঙ্খৃল পথ ছেড়ে আলোর পথে ফিরিয়ে আসবে ওইসব বন্দী। এরা সমাজ ও দেশের বোঝা হিসেবে নয়, কারামুক্ত হলে তারা হবে পরিবার ও দেশের সম্পদ। এজন্যই কারাভ্যন্তরে ওইসব হাজতি কয়েদিকে প্রশিক্ষিত কর্তৃপক্ষের মাধ্যমে দেয়া হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা, বিনোদন, কৃষিসহ নানা প্রশিক্ষণ ও জনহিতকর বিভিন্ন কমকার্ন্ড।
দীর্ঘদিন ধরে কক্সবাজার কারাগারের খোঁজখবর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য।
সূত্র জানায়, উক্ত কারাগারে শিশুদের বিনোদনের জন্য ইতোমধ্যে নির্মিত হয়েছে নান্দনিক পার্ক। মায়ের অপরাধে বিনা কারণে কোলে করে নিয়ে আসা এবং জেলে থাকা ওইসব শিশুর জন্য রয়েছে ডে-কেয়ার (পরিচর্যা) সেন্টার। দু’জন শিক্ষক রোজ তাদের প্রাথমিক ও মৌলিক শিক্ষা দিয়ে চলছেন। সেখানকার জেল সুপার বজলুর রশিদ আখন্দ এসব বিষয় সার্বিক তদারকি করছেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টা ও নিদের্শনায় নবাগত জেলর শাহাদত ও ডেপুটি জেলর অর্পণ সংশ্লিষ্ট কর্মকান্ডে অভ্যন্তরীণভাবে যে ব্যক্তি যে কাজে পারদর্শী তাকে সে কাজে নিযুক্ত করেছেন। জামিনে মুক্ত হয়ে সম্প্রতি জেল ফেরত কয়েক ব্যক্তি কারাগারের ভেতর দেয়া ওই সব শিক্ষা তাদের ভবিষ্যত কাজে লাগবে বলে জানিয়েছেন। তারা বলছেন, বর্তমান জেল সুপার যোগদানের পর থেকে কারাগারের সব বন্দি রয়েছেন স্বস্তিতে।প্রতিদিন কারা অভ্যন্তর নবসমাজে পাল্টাছে তার চিত্র। মশা নিধনের জন্য কেনা হয়েছে অত্যাধুনিক ফগার মেশিন। সেখানকার পরিষ্কার-পরিচ্ছন্নতা, ধর্মীয় শিক্ষা, গণশিক্ষা ,বৈদ্যুতিক শিক্ষা, সেলাই কাজ, হস্ত শিল্প ও সবুজ-শ্যামল কারাগারটির ভেতরের সৌন্দর্য চোখে পড়ার মত।

পাঠকের মতামত

চট্টগ্রামে দুই কোটির চাঁদাবাজি, বৈছাআ নেতা নিজামের পদ স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনের পদ ‘সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে’ ...

প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ২ স্বজনের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ রুবেলের মরদেহ দেশে ফিরেছে একটি কফিনে ...

ছেলের বিয়েতে আ.লীগ নেতা, গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার ছেলের বিয়ে কেন্দ্র করে বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হককে গ্রেফতারের ...

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...