উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৭/০৭/২০২৫ ২:৩০ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছৌয়াংখালী এলাকায় বৈরী আবহাওয়ার মধ্যে সাগরে মাছ ধরতে গিয়ে ঢেউয়ের তোড়ে নৌকা থেকে ছিটকে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। সোমবার (৭ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ছৌয়াংখালী পিসিং খাট এলাকা সংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মো. হোছন (২৫) ছৌয়াংখালী এলাকার আব্দু মালেকের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল বেলায় সাগরে মাছ ধরার উদ্দেশে মনজুর আলমের মালিকানাধীন একটি মাছ ধরার নৌকা নিয়ে সাগরে নামেন হোছনসহ আরও কয়েকজন। এসময় হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে সাগরের ঢেউয়ের তোড়ে নৌকা থেকে ছিটকে সাগরে পড়ে যান তিনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী শামিম জানান, সকালে হোছনসহ কয়েকজন জেলে একটি মাছ ধরার নৌকা নিয়ে সাগরে যাচ্ছিলেন। হঠাৎ একটি বড় ঢেউয়ের ধাক্কায় হোছন নৌকা থেকে ছিটকে সাগরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সবাই তাকে উদ্ধারের চেষ্টা করেন কিন্তু স্রোতের কারণে তা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে আশপাশে তল্লাশি চালানো হলেও এখনো হোছনের কোনো খোঁজ মেলেনি। স্থানীয় জেলেরা হোছনের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ঘটনার বিষয়ে উখিয়ার ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বলেন, ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে খোঁজ নেওয়া শুরু করেছি। স্থানীয় জেলেদের সহযোগিতায় নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...