প্রকাশিত: ৩০/০১/২০১৭ ৪:৫৩ পিএম , আপডেট: ৩০/০১/২০১৭ ৪:৫৪ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি
সাইমুম সরওয়ার কমল এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে একলক্ষ টাকা অনুদান পেল রামু কলেজের ক্যান্সার আক্রান্ত দরিদ্র শিক্ষার্থী শারমিন আকতার। রোববার (২৯ জানুয়ারী) দুপুরে কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে শারমিনা আকতারের হাতে চেকটি হস্তান্তর করেন সাংসদ কমল।শারমিন আকতার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফরেষ্ট অফিস এলাকার নুরুল ইসলামের মেয়ে। সে রামু কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৭ সালের দিকে দুরারোগ্য ব্যধি ক্যান্সারে আক্রান্ত হয় শিক্ষার্থী শারমিন আকতার। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসা প্রদান করা হয়। ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে বাম হাতের কনুই পর্যন্ত কেটে ফেলতে হয় দূর্ভাগা শারমিনার। তবুই থেমে থাকেনি শারমিনার জীবন সংগ্রাম। সে ২০১৬ সালে কাউয়ারখোপ হাকিম-রকিমা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে করে ভর্তি হয় রামু কলেজে। এক হাত থাকা স্বত্বেও নিয়মিত ভাবে লেখাপড়া চালিয়ে যেতে থাকে অদম্য শারমিনা।সূত্র জানায়, মাস তিন-এক আগে প্রথমে শারমিনার সাহায্যার্থে এগিয়ে আসে তার সহপাঠিরা। সহপাঠিরা নিজেদের উদ্যোগে অর্থ সংগ্রহ অভিযান শুরু করে। পরে রামু কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাইমুম সরওয়ার কমল এমপি’র সাথে দেখা করে সাহায্যের আবেদন জানায় সহপাঠিরা। এসময় সাংসদ কমল শারমিনের বাম হাতে কৃত্রিম পদ্ধতিতে হাত লাগানোর ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।শারমিন আকতারের বাবা নুরুল ইসলাম জানান, সাংসদ কমল নিজ উদ্যোগেই প্রধানমন্ত্রী কার্যালয় থেকে একলক্ষ টাকা অনুদানের ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য স্বপরিবার সাংসদ কমলের কাছে কৃতজ্ঞ। এছাড়াও সাংসদ কমলের জন্য নিয়মিত নামাজ পড়েও মহান আল্লাহ’র কাছে দোয়া প্রার্থনা করেছেন বলে জানান তিনি।তিনি বলেন, শারমিন আক্তারের দেহে কৃত্রিম ভাবে বাম হাত সংযোগ করতে সাড়ে ৩ লক্ষাধিক টাকার মত প্রয়োজন হতে পারে। শারমিনের চিকিৎসার্থে বিত্তবানদেরকেও এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।শিক্ষার্থী শারমিন আকতার জানান, তিনি তার হাত নিয়ে রীতিমত হতাশায় ভোগতেন। তিনি কখনও ভাবেনি তার বাম হাত কৃত্রিম ভাবে লাগানো হতে পারে। সাংসদ কমলই তাকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন। শারমিন আকতারকে একলক্ষ টাকা অনুদানের ব্যবস্থা করে দেওয়ার জন্য শারমিন আকতারসহ তার সহপাঠিরা সকলেই এমপি কমলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

পাঠকের মতামত

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...

১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...