প্রকাশিত: ১৬/১১/২০২১ ৯:৩৪ এএম

একদিকে তিনি ওয়ার্ড ছাত্রলীগ নেতা; অন্যদিকে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র। তবে তার চলাফেরা ও জীবন যাপন খুবই রহস্যজনক। এলাকায় রয়েছে তার মাদকের গুঞ্জুন। দীর্ঘদিন ধরে গোপনে মাদক কারবারে জড়িত বলে পুরো এলাকায় গুঞ্জুন রয়েছে তার বিরুদ্ধে। অবশেষে এলাকারবাসীর গুঞ্জুন সত্যিই হয়েছে। কক্সবাজার ১২নং ওয়ার্ড ফাতের ঘোনা ইউনিট ছাত্রলীগের সভাপতি সেই আজিম উদ্দিনকে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের কর্মকর্তারা। সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার লাইট হাউজ রোড়স্থ সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীত পাশে কোহিনূর রিসোর্টের সামনে থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জেলার সহকারি পরিচালক মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে।

অভিযানে আটক হন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প, ব্লক নং এফ-১০ এর মৃত নুরুল ইসলামের ছেলে মো. ছাবের (২৩) ও কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডস্থ পূর্ব লাইট হাউজ ফাতের ঘোনা এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (২৪)। এসময় তাদের কাছ থেকে ২০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ রুহুল আমিন। এই ঘটনায় তিনি বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন

পাঠকের মতামত

মিয়ানমারে সংঘাত/টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ৯ বিজিপি সদস্য

মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী ...