ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৫/২০২৪ ৯:৫৩ এএম , আপডেট: ১৯/০৫/২০২৪ ১১:৫৭ এএম

সালিশে গৃহবধূকে নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ
কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় সালিশ বৈঠকে স্বামীকে বেঁধে স্ত্রীকে বেধড়ক মারধর ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৮ মে) বিকেল ৫টার দিকে কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ড বিজিবি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার স্বামী-স্ত্রী হলেন, কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প এলাকার মুস্তাফিজুর রহমান ও ইয়াসমিন আক্তার।
নির্যাতনের শিকার নারীর সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে তার একটি জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় পৌর কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদারের কাছে অভিযোগ করেন। প্রতিপক্ষ কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদারের ব্যবসায়িক পার্টনার হাওয়ায় বিচার করার নামে সময়ক্ষেপণ করে হয়রানি করা হয়। পরে পুলিশের সহায়তার কথা জানালে কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার ক্ষিপ্ত হয়ে শনিবার (১৮ মে) সালিশের তারিখ দেন। সেখানে স্বামী-স্ত্রী দুই জনকে পরিকল্পিতভাবে মারধর করা হয়।

ওই নারী বলেন, আজ আমরা সালিশি বৈঠকে যাই। শুরু থেকেই বৈঠকে আমাদের কথা বলতে দিচ্ছিল না কাউন্সিলর। বৈঠকের একপর্যায়ে আমি এ বিচার মানব না বললে টেবিলে থাকা গ্লাস আমার দিকে ছুড়ে মারেন। এটি নিয়ে আমার স্বামী প্রতিবাদ করলে কাউন্সিলরের কয়েকজন লোক আমার স্বামীকে বেঁধে মারধর করে। আমার স্বামীকে বাঁচাতে আমি এগিয়ে গেলে প্রথমে আমাকে থাপ্পড় মারে। পরে একপর্যায়ে পেটে লাথি দেয়। কয়েকমাস আগে আমার অপারেশন হয়েছে। আমার আর্তচিৎকারেও কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। সঙ্গে শ্লীলতাহানিও করেন।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ভুক্তভোগীরা থানায় এসেছেন। তারা অভিযোগ বা এজাহার দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চেয়ে অভিযুক্ত কাউন্সিল সাহাব উদ্দিন সিকদারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার অজুহাত দিয়ে কল কেটে দেন। সুত্র: ঢাকাপোষ্ট

পাঠকের মতামত

উখিয়ায় জামায়াতের বিক্ষোভ: বিএনপি পিআর বুঝে না, প্রশাসনকে হুঁশিয়ারি

কক্সবাজারের উখিয়ায় কেন্দ্রীয় ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও ...

বিটিভি’র “নতুন কুঁড়ি ২০২৫”-এ উখিয়ার তিন শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

মুজিবুর রহমান:: বাংলাদেশ টেলিভিশন ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ...

রোহিঙ্গা সংকটযুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অনুদান কমানোয় বাংলাদেশের ঋণ ৪০০ মিলিয়ন

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র গত বছর অনুদান দিয়েছিল ৩০০ মিলিয়ন ডলার। কিন্তু চলতি ...

সীমান্তবর্তী প্রতিটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করবো: শাহজাহান চৌধুরী

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ ও হুইপ জননেতা শাহজাহান চৌধুরী বলেছেন, ক্লাসে ন্যূনতম ৭০ ...