প্রকাশিত: ১১/০৬/২০১৭ ৮:৫৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
প্রকাশ্য দিবালোকে মহাসড়কে চলন্ত বাস থামিয়ে ইয়াবার একটি বড় চালান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ রবিবার দুপুরে কক্সবাজার শহরতলির সদর উপজেলা পরিষদ গেইটে এ ঘটনা ঘটে।

আজ রবিবারের ইয়াবার চালান ছিনতাইয়ের বিষয়ে এলাকার লোকজন জানিয়েছেন, টেকনাফ থেকে কক্সবাজার শহরমুখী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে আসা মাত্রই ৫/৬ জনের একটি সশস্ত্র ছিনতাইকারির দল তাতে উঠে বসে। এক পর্যায়ে বাসের দুই তরুন যাত্রীকে তারা মারধর করে জোরপুর্বক তাদের মালামালসহ বাস থেকে নামিয়ে ফেলে। প্রকাশ্যে মহাসড়কের একটি ষ্টেশনে বাসের যাত্রীদের মারধর করে নামানো এবং ইয়াবার চালান ছিনতাইয়ের ঘটনায় ছুটাছুটি ও দৌঁড়াদৌঁড়িতে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচলও বন্ধ হয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার সদর উপজেলা গেইট এলাকার ইয়াবা ডিলার রোহিঙ্গা ইউনুসের জন্য দুই তরুণ বাসে করে নিয়ে আসছিল ইয়াবার চালানটি। সংবাদ পেয়ে একই এলাকার ছিনতাইকারী বান্দুইয়া গ্রুপের সশস্ত্র সদস্যরা বাস যাত্রীর বহন করা ইয়াবার পুটলি ছিনতাই করে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া জানান, ছিনতাইয়ের খবর পেয়েই আজ রবিবার বিকালে ওই ছিনতাইকারি দলের ফোরকান, রোহিঙ্গা হামিদ এবং একজন পল্লী বিদ্যুৎ কর্মীর ঘরে তল্লাশী শুরু করা হয়েছে। কালেরকন্ঠ

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...