প্রকাশিত: ২১/০১/২০২১ ১০:৩০ এএম

জাহেদ হাসান::
কক্সবাজারের পেকুয়া বাজারে নিষিদ্ধ পলিথিন মওজুদ ও বিক্রি করার দায়ে ৬ ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (৩০ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ২ টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের এনর্ফোসমেন্ট টিম এবং সহকারী কমিশনার(ভূুমি) পেকুয়া কার্যালয়ের যৌথ উদ্যোগে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার চৌমুহনী ও পেকুয়া বাজার নামক স্থানে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে পেকুয়া চৌমুহনী এলাকায় নিষিদ্ধ পলিথিন বিতরণের দ্ধায়ে ভাই ভাই স্টোরের মালিক রেজাউল করিমকে ৩০ হাজার টাকা,আজিম স্টোরের মালিক নূরুল আজিমকে ১০ হাজার টাকা, জিএম স্টোরের মালিক রেজাউল করিমকে ৩ হাজার টাকা, করিম স্টোরের মালিক আরিফুল ইসলামকে ১ হাজার টাকা এবং পেকুয়া বাজারের আসিক স্টোরের মালিক মোঃ আসিককে ৩ হাজার টাকা ও নূরুল কবির ট্রেডার্স এর মালিক নূরুল কবিরকে ১ হাজার টাকাসহ মোট ৪৮ হাজার টাকা জরিমানা নির্ধারণ ও আদায় করা হয়।এ সময় দোকানগুলো থেকে মোট ১৪৫২ কেজি নিষদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা।

মোবাইল কোর্ট অভিযানে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক শেখ মোঃ নাজমুল হুদা, পরিদর্শক মাহবুবুল ইসলাম, এনফোর্সমেন্ট টিমের অন্যান্য সদস্যগণসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

উক্ত মোবাইলকোর্ট পরিচালনা করেন মীকি মারমা, সহকারী কমিশনার (ভূমি),পেকুয়া এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম।

পাঠকের মতামত

কক্সবাজারে মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে এনজিওগুলোকে সতর্ক থাকার আহ্বান

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস বলেছেন, দেশের অভ্যন্তরে এবং বিদেশে লুকিয়ে ...

দলের নির্দেশনাকে পাত্তা দিচ্ছে না টেকনাফ মহিলা দলের দুই নেত্রী

আ.লীগ সরকারের অধীনে ধারাবাহিকভাবে সকল নির্বাচন বর্জন করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারেই ধারাবাহিকতায় ...

হিট স্ট্রোকে রামু রহমানিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছালামত উল্লাহর ইন্তেকাল, নামাযে জানাযা সম্পন্ন

রামু মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছালামত উল্লাহ হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল ...