প্রকাশিত: ১২/০৪/২০১৮ ৮:০২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১৬ এএম

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলীখেলা ও বৈশাখী মেলা আগামী ২৭ ও ২৮ এপ্রিল। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে (জেলা স্টেডিয়াম) এ মেলার আয়োজন করছে। এছাড়া বলীখেলা আসরকে কেন্দ্র করে স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় চারদিনব্যাপী মেলা বসছে। মেলায় হাতে তৈরি আকর্ষণীয় নানা পণ্য ছাড়াও গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা আয়োজন রাখা হয়েছে। এ আসরের প্রস্তুতির লক্ষ্যে সোমবার সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ )এক সভা জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৭ ও ২৮ এপ্রিল দুই দিনব্যাপী বলী খেলা এবং ২৬ হতে ২৯ এপ্রিল পর্যন্ত ৪দিন ব্যাপী বৈশাখী মেলার সিদ্ধান্ত নেয়া হয়। এ বলী খেলা ও বৈশাখী মেলা বাস্তবায়নের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহিদুর রহমানকে আহবায়ক ও ডিএসএ সদস্য পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন কবিরকে সদস্য সচিব করে এবং অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে দেয়া হয়। সভায় বলী খেলা ও বৈশাখী মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন উপ–কমিটিও গঠন করে দেয়া হয়। সভায় বলী খেলার নিলাম ডাক গ্রহণের তারিখ আগামী ১৬ এপ্রিল নির্ধারণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহিদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ–সভাপতি জসিম উদ্দিন ও অধ্যক্ষ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, নির্বাহী সদস্য যথাক্রমে এ.কে.এম. রাশেদ হোছাইন নান্নু, প্রভাষক জসিম উদ্দিন, আলী রেজা তসলীম, শাহীনুল হক মার্শাল, রতন দাশ, আমিনুল ইসলাম মুকুল, খালেদ মোঃ আজম বিপ্লব, ওমর ফারুক ফরহাদ, হেলাল উদ্দিন কবির, আজমল হুদা, আলহাজ্ব শফিকুর রহমান, সুবীর বড়ুয়া বুলু, খালেদা জেসমিন,আয়েশা সিরাজ, জেলা ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন ভুইয়া।

পাঠকের মতামত