প্রকাশিত: ১৬/০৫/২০১৭ ২:১৫ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::

শহরে কলাতলী বাইপাস সড়কের ইসলামাবাদ এলাকায় ডাম্পারের ধাক্কায় মারা গেলো আনোয়ার হোসেন (৫০) নামে এক বৃদ্ধ। তিনি লিংকরোড মুহুরীর পাড়ার মৃত ছিদ্দিক আহামদের পুত্র ও কলাতলীর মডার্ণ হ্যাচারির নৈশপ্রহরী। মঙ্গলবার সকাল ৭টায় এই ঘটনা দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হ্যাচারী থেকে রাতের দায়িত্ব শেষ করে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিল আনোয়ার হোসেন। প্রতিমধ্যে কলাতলী বাইপাস সড়কের ইসলামাদ এলাকায় পৌঁছলে শহরমূখী একটি ডাম্পার আনোয়ার হোসেনকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার বাইসাইকেলটিও ধুমড়ে-মুচড়ে যায়। পরে নিহতের মরদেহ কক্সবাজার হাসপাতালের মর্গে নেয়া হয়। এ ঘটনায় ঘাতক ডাম্পারটি আটক করা হলেও চালক-হেল্পার পালিয়ে গেছে।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার আবদুর রহিম জানান, নিহতের স্বজনেরা মরদেহ বুঝে নিতে থানায় গিয়েছে। সেখানে নিয়ম মেনে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অন্যদিকে ঘাতক ডাম্পাটি আটক করে পুলিশ লাইনে নেয়া হয়েছে বলে জানান আবদুর রহিম।

পাঠকের মতামত

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...