উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১/০৭/২০২৩ ৭:২৫ এএম

কক্সবাজার জেলায় জায়গা জমি ক্রয়বিক্রয়ে জেলা প্রশাসকের পূর্বানুমতি বাতিলের আবেদন একমাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ।

রবিবার (৩০ জুলাই) বিচারপতি কামরুল কাদের এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে এই আদেশ দেওয়া হয়।

কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিনের দায়ের করা একটি রীট নম্বর ৮১৯৩/২০২৩ এর শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন।

আদেশে বলা হয়, আগামী এক মাসের মধ্যে কক্সবাজার জেলায় জায়গাজমি ক্রয়-বিক্রয়ে জেলা প্রশাসকের পূর্বানুমতি বাতিলের আবেদন নিষ্পত্তি করতে জেলা প্রশাসককে নির্দেশনা দেয়া হয়।

রীট পিটিশনে নাগরিক ফোরামের পক্ষ থেকে বলা হয়, কক্সবাজার জেলার ৩৩টি মৌজায় জায়গাজমি ক্রয়-বিক্রয়ে জেলা প্রশাসকের পূর্বানুমতির লাগে। এই অনুমতি নিতে গিয়ে অত্র এলাকার সাধারণ মানুষ জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন দপ্তরে হয়রানির শিকার হয়। বিশেষ করে জেলার গরীব দুঃখী মানুষ জায়গাজমি ক্রয়-বিক্রয়ের অনুমতি নিতে গিয়ে সীমাহীন দুর্ভোগ ও ভোগান্তিতে পড়ে। ২০১২ সাল থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি চিঠির পরিপ্রেক্ষিতে কক্সবাজারের জেলা প্রশাসন জেলার ৩৩ মৌজায় জায়গাজমি ক্রয়-বিক্রয়ে জেলা প্রশাসকের পূর্বানুমতির বিধান কার্যকর করে আসছে।

কক্সবাজার নাগরিক ফোরাম জেলাবাসীর নাগরিকদের দুর্ভোগ লাগবের স্বার্থে জেলায় জায়গাজমি ক্রয়-বিক্রয়ের জেলা প্রশাসকের পূর্বানুমতি বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে এই রীট পিটিশন করেন। এই রীট পিটিশনের পক্ষে শুনানিতে অংশ নেন এডভোকেট অজিহা আক্তার মালা।

পাঠকের মতামত

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...

বাংলাদেশি পাসপোর্টে রোহিঙ্গা সুন্দরী তৈয়বার মালয়েশিয়ায় ‘বিয়ে বাণিজ্য’

১৯৯৭ সালে মিয়ানমারের মংডু থেকে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আশ্রয় ...