প্রকাশিত: ২৭/০৩/২০২০ ৩:৩৯ পিএম

প্রেস বিজ্ঞপ্তি:
করোনা ভাইরাসের সংক্রমন থেকে কক্সবাজারের চিকিৎসকদের সুরক্ষায় পিপিই (পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট) সামগ্রী প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংস্থা মার্কি ফাউন্ডেশন।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১ টায় জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার, নার্স ও ক্লিনারদের ১০০ পিপিই এবং মাস্ক হস্তান্তর করেন সংগঠনের সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে ফান্ড রাইজিং করে চিকিৎসকদের জন্য পিপিই ব্যবস্থা করা হয়।

মার্কি ফাউন্ডেশনের চেয়ারপার্সন হাসনা হুরাইন চৌধুরী বলেন- করোনা ভাইরাস সারাবিশ্বে মহামারী আকার ধারণ করায় জেলার চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। যেহেতু চিকিৎসকরা করোনা ভাইরাস মোকাবেলায় প্রথম শ্রেণীর প্রতিরক্ষা হিসেবে কাজ করছেন তাই তারা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।

ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল বলেন, চিকিৎসকরা কোনভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়লে এই ভাইরাস রোগীরাসহ সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। তাই সবার আগে চিকিৎসকদের সুরক্ষা প্রয়োজন। সরকারিভাবে এখনো পিপিই সামগ্রী পর্যাপ্ত পরিমানে সরবরাহ না করায় জেলা সদর হাসপাতালের চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষায় আমরা এগিয়ে এসেছি। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও চিকিৎসকদের পাশে এগিয়ে আসার আহবান জানান তিনি।

পিপিই হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জেলা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. সুমন বড়ুয়া, জরুরী বিভাগের প্রধান ও আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীন আবদুর রহমান চৌধুরী, ইমারজেন্সি মেডিকেল অফিসার এস এম নাউশেদ রিয়াদ, মার্কি ফাউন্ডেশনের ট্রেজারার ইনজামামুল হক, নির্বাহী সদস্য বায়েজিদ মো. আরিফ।

পাঠকের মতামত

এভারকেয়ার হসপিটালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তাহেরা নাজরীন এখন কক্সবাজারে

কক্সবাজার জেলায় শিশুদের জন্মগত হৃদরোগ চিকিৎসা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য সেবা দেওয়ার আয়োজন করছে বন্দরনগরীর সর্ববৃহৎ ...

রোহিঙ্গা ক্যাম্পে ৪ আরসা সদস্য গ্রেপ্তার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ আরাকান রোহিঙ্গা স্যালভেশন ...

কক্সবাজারে হচ্ছে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট’

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ন্যায়বিচার পাওয়ার অধিকার বাংলাদেশের সব নাগরিকের রয়েছে, এটা সংবিধানে গ্যারান্টি ...

ইনানীতে হচ্ছে ফায়ার সার্ভিসের পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কেন্দ্র

অবশেষে কক্সবাজারে হচ্ছে ফায়ার সার্ভিসের পূর্ণাঙ্গ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এবং অত্যাধুনিক ফায়ার স্টেশন। অর্থনৈতিক এবং ...