প্রকাশিত: ০৭/০৪/২০১৮ ৮:০২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩০ এএম

নিউজ ডেস্ক:;

গৃহবধূর সাথে আপত্তিকর অবস্থায় কক্সবাজার বনবিভাগের কুতুবদিয়া রেঞ্জ অফিসের নৌকা চালক মোঃ হাফিজুর রহমানকে (৪৩) আটক করে পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত জনতা। ৬ এপ্রিল (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় উপজেলার বড়ঘোপ ইউনিয়নের নয়াপাড়া (৭নং ওয়ার্ড) গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে। আটক হাফিজ বিগত এক বছর ধরে উপকূলীয় বন বিভাগ চট্টগ্রামের আওতাধীন কুতুবদিয়া রেঞ্জ অফিসে নৌকা চালক হিসেবে কর্মরত ছিল এবং সে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জি.এম আবুল হোসেনের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়ঘোপ ইউনিয়নের নয়া পাড়ায় (৭নং ওয়ার্ড) কুতুবদিয়া রেঞ্জ অফিসের পার্শ্ববর্তী স্থানীয় এক মুদি দোকানদারের সাথে চাকরির সুবাধে রেঞ্জ অফিসের নৌকা চালক হাফিজুর রহমানের সাথে পরিচয় হয়। দোকান ও বাড়ি পাশাপশি হওয়ায় মালামাল কেনার সময় এক পর্যায়ে হাফিজের সাথে মুদি দোকানির স্ত্রীর সাথেও দেখা হয়ে যায়। তখন থেকেই দোকানদারের স্ত্রী ২ সন্তানের জননী ওই গৃহবধূর প্রতি হাফিজুরের কু-নজর পড়ে। কৌশলে গৃহবধূর মোবাইল নাম্বার সংগ্রহ করে নেয় হাফিজুর। বিভিন্ন প্রলোভনে ফেলে বিগত ৪/৫ মাস ধরে ওই গৃহবধূর সাথে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। তারই ধারাবাহিকতায় স্বামীসহ প্রতিবেশিদের অগোচরে গৃহবধূর বাড়িতে প্রবেশ করে অনৈতিক কাজে লিপ্ত হতে চাইলে প্রতিবেশিরা জানতে পারে। পরে ওই গৃহবধূর স্বামীসহ স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে।

এ ব্যাপারে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘স্থানীয়রা হাফিজুরকে আটক করে থানায় খবর দিলে ফোর্স পাঠিয়ে তাকে উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

উপকূলীয় বন বিভাগ চট্টগ্রামের আওতাধীন কুতুবদিয়া রেঞ্জের ফরেষ্ট রেঞ্জার অসীত কুমার রায় বলেন, ‘মোঃ হাফিজুর রহমান প্রকৃত পক্ষে একজন চরিত্রহীন লোক। এবিষয়ে তার আগের কর্মস্থল খুলনা থেকে একটি লিখিত পত্র পেয়েছি। তার মত দুশ্চরিত্র লোক ডিপার্টমেন্টের জন্য লজ্জাজনক।’ সুত্র : সিবিএন

পাঠকের মতামত