প্রকাশিত: ১২/০৫/২০২০ ৮:৪২ পিএম

মহিউদ্দিন মাহী,কক্সবাজার ::
অদেখা একটি জীবাণু, যার নাম ‘কোভিড ১৯’ পুরো পৃথিবীজুড়ে কাঁপিয়ে বেড়াচ্ছে। এই পর্যন্ত আক্রান্ত রোগীদের সেবায় ওষুধ সৃষ্টি না হলেও কক্সবাজারের রামু ডেডিকেটেড হাসপাতাল থেকে আরও ৭ জন করোনা রোগী ভালো হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের এই ৭ জনেরই ২য় দফা রিপোর্ট ‘নেগেটিভ’ আসে। এর আগেও একবার তাদের নমুনা টেষ্ট করা হয়েছে।

করোনা নেগেটিভ রোগীদের মধ্যে তিনজন মহিলা ও চারজন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার জন প্রদীপ শর্মা, আবু বক্কর ছিদ্দিক, আবু ছিদ্দিক তুষার, উখিয়া উপজেলার খুরশিদা বেগম, ফাইতং মারমা, পেকুয়া উপজেলার ফাতেমা আক্তার নার্গিস ও মহেশখালী উপজেলার আরজুমান আরা।

এসব তথ্য নিশ্চিত করেছেন রামুর ডেডিকেটেড হাসপাতালের সদস্য সচিব ডা. নোবেল কুমার বড়ুয়া।

তিনি জানান, জাতীয় গাইডলাইন অনুযায়ী এই করোনা রোগীদের উপসর্গ অনুযায়ী চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ায় পর দুইবার নমুনা টেষ্টে নেগেটিভ এসেছে।

তিনি জানান, রামুর ডেডিকেটেড হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে এই ৭ জন ছাড়াও করোন জয় করে বাড়ি ফিরেছেন আরও ১৫ জন রোগী। সর্বমোট ২২ জন রোগী সুস্থ হয়েছেন।

রামুর ডেডিকেটেড হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবা দিয়েছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ও রামু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ওয়ালিউর রহমান। তিনি করোনা পজিটিভ রোগীদের ২য় দফা নেগেটিভ আসায় অনেক আনন্দিত হয়েছেন।

তিনি জানান, রোগীরা চাইলে আজই বাড়ি ফিরতে পারবেন। আর না হয় সকালেও যেতে পারবেন তারা।

তার মতে, বাড়িতে পৌছে তাদের আরও ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই ১৪ দিন শেষ হলে সবাই আগের মতো মানুষের সাথে মিশতে পারবেন।

পাঠকের মতামত

জামিন নামঞ্জুর,ঘুমধুমের ইউপি চেয়ারম্যান কারাগারে

চট্টগ্রামের একটি রাজনৈতিক হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ...

বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২৫ এ ভূষিত হলেন পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম

পর্যটন খাতের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম ময়মনসিংহ ...

সাজেদা বেগমকে গর্জনিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পন

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি:: গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ...