প্রকাশিত: ২০/০৯/২০২০ ৮:০৮ পিএম

এম.এ আজিজ রাসেল
শহরে অনুমোদনহী স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে টেকপাড়া ও ঘোনারপাড়ায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল (অব.) ফোরকান আহমদের নির্দেশে সচিব (উপ সচিব) আবু জাফর রাশেদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযান সুত্রে জানা যায়, করোনা ভাইরাসের সুযোগে পৌর এলাকায় একাধিক অনুমোদনহীন ভবন গড়ে উঠে। তাই মোবাইল কোর্ট আইন ২০০৯ ও ইমারাত নির্মাণ আইন ১৯৫২ অনুযায়ী অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে টেকপাড়া এলাকার ফয়জুল হক পান্নুর তিনতলা ভবন, ঘোনারপাড়া এলাকায় খাস জমিতে সজীব পাল ও শিমুল পাল সাবুর নির্মাণাধীন স্থাপনা ভেঙে দেয়া হয়। তাদের অনুমোদন নিয়েই স্থাপনা নির্মাণের জন্য নির্দেশ দেয়া হয়।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপ সচিব) আবু জাফর রাশেদ বলেন, কউক চেয়ারম্যান লেঃ কর্ণেল (অব.) ফোরকান আহমদের চান কক্সবাজারকে পরিকল্পিত শহরে গড়ে তুলতে। যেসব জায়গায় অপরিকল্পিত ও অনুমোদনবিহীন তৈরি হচ্ছে সেখানে কউক এর উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...