প্রকাশিত: ১০/১০/২০১৯ ৫:০৮ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের বিভিন্ন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সরকারের নবসৃষ্ট হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরের ৩৪ টি পদে লোক নিয়োগ দেয়া হচ্ছে। বুধবার ৯ অক্টোবর ৭৮৪ নম্বর স্মারকে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন স্বাক্ষরিত এক নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এপদে আগ্রহী প্রার্থীগণকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে কক্সবাজার জেলা প্রশাসকের বরাবরে আবেদন করতে হবে। যারা জম্মগত সুত্রে বাংলাদেশের নাগরিক ও শুধুমাত্র কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা তারাই এপদে আবেদনের জন্য যোগ্য। এপদে চাকুরী প্রার্থীর একাডেমিক যোগ্যতা হিসাবে এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় বানিজ্য বিভাগ হতে ২য় বিভাগে পাশ অথবা সমমানের জিপিএ, কম্পিউটার প্রশিক্ষিত, কম্পিউটারে টাইপ প্রতি মিনিটে ন্যূনপক্ষে বাংলা ও ইংরেজিতে ২০ অক্ষর, ৩১ অক্টোবরের মধ্যে বয়স ১৮ বছর থেকে ৩০ বছর, মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনীর ক্ষেত্রে ৩২ বছর, আবেদনের সাথে জেলা প্রশাসকের অনুকূলে যেকোন তফশিলী ব্যাংক হতে ৩শ’ টাকার পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাপট, জাতীয়তা সনদ পত্র, চারিত্রিক সনদ পত্র, শিক্ষাগত যোগ্যতার সকল একাডেমিক সনদের সত্যায়িত কপি, ৪ কপি পিপি সাইজ ছবি, কোটার ক্ষেত্রে কোটার সকল ডকুমেন্টস, প্রার্থীর নিজের ঠিকানা লেখা ১০ টাকার টিকেট লাগানো একটি ফেরত খাম সহ অন্যান্য চাহিত কাগজপত্র সহ আবেদন করতে হবে। কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে। বিবাহিত মহিলার ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। ডকুমেন্ট সত্যায়নকারী কর্মকর্তার নাম, ঠিকানা, পদবী স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিড গ্রহনযোগ্য হবেনা। এপদের বেতন ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ৯৩০০-২২৪৯০। বেতনের ৭৫% ভাগ সরকারি খাত থেকে এবং ২৫ % ভাগ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে পরিশোধ করা হবে। নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম www.coxsbazar.gov.bd ওয়েব সাইটে পাওয়া যাবে। কক্সবাজার জেলা প্রশাসকের বরাবরে করা আবেদন জেলা প্রশাসকের কার্যালয়ের ই-সেবা শাখায় জমা করতে হবে। যারা ইতিমধ্যে একইপদে ১২ জনের শূন্যপদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া মতে কক্সবাজার জেলা প্রশাসকের বরাবরে আবেদন করেছেন, তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই বলে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পাঠকের মতামত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ার্ল্ড ভিশন, কর্মস্থল উখিয়া

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটি অফিসার-পিঅ্যান্ডসি পদে জনবল নিয়োগের জন্য ...

ব্র্যাক নেবে সিনিয়র প্রজেক্ট অফিসার, আবেদন অনলাইনে,কর্মস্থল: টেকনাফ ও উখিয়া

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)। সংস্থাটি এডটেক, শিক্ষা, এইচসিএমপি বিভাগে ‘সিনিয়র ...

অফিসার নেবে ওয়ার্ল্ড ভিশন, সপ্তাহে ৫ দিন কাজ,কর্মস্থল: কক্সবাজার

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির নিরাপত্তা বিভাগ অফিসার পদে ...

দৈনিক ১৩৫০ টাকা বেতনে ট্রেইনার নিয়োগ দেবে ইউসেপ বাংলাদেশ

আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনস এডুকেশনাল প্রোগ্রামস (ইউসেপ) বাংলাদেশ সম্প্রতি ট্রেইনার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা ...

জনবল নিয়োগ দিচ্ছে ব্র্যাক, কর্মস্থল উখিয়া ও টেকনাফ

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)। সংস্থাটি অ্যাগ্রিকালচার বিভাগে ‘প্রজেক্ট অফিসার’ পদে ...