প্রকাশিত: ১৯/১২/২০১৬ ৭:৪৪ এএম

ওমরা ভিসায় হজ পালনের উদ্দেশ্যে মক্কা-মদিনায় গিয়ে ফিরে না আসলে তাকে ৫০ হাজার থেকে এক লাখ রিয়াল অর্থদণ্ড করা হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। একইসঙ্গে ওই ব্যক্তির এক বছর কারাদণ্ডও হতে পারে বলে জানানো হয়েছে।

খবর আল আরাবিয়া ডটনেটের।সৌদি সরকার ঘোষণা করেছে, ভিসা সেবাপ্রদানকারী কোম্পানি এবং ওমরা ও হজ সফর পরিচালনাকারী দায়িত্বশীলরা দেরি করা ওমরা পালনকারীদের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনতিবিলম্বে অবগত করবেন। অবগত না করালে তাদেরও এক লাখ রিয়াল অর্থদণ্ডে দণ্ডিত করা হবে।

সৌদি কর্তৃপক্ষ ওমরা সেবা প্রদানকারী কোম্পানিগুলোকে সর্তক করে বলেছে, ওমরা ভিসার শর্তবিরোধী কাজে জড়িত সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইনানুগ কঠিন সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া বিলম্বকারী ওমরা পালনকারীদের যারা দেখভাল করে তাদেরও এক লাখ রিয়াল জরিমানা করা হবে। সেই সঙ্গে কোম্পানির পরিচালককে এক বছরের জেল ও সৌদি থেকে বহিস্কারের শাস্তিও প্রদান করতে পারে।

পাঠকের মতামত

মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিলেন বাংলাদেশের বশির

মক্কার মসজিদুল হারামে শুরু হয়েছে ৪৫তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। বাংলাদেশ থেকে প্রতিযোগিতায় ...