প্রকাশিত: ১৪/০৬/২০২১ ৯:১০ এএম

ফারুক আহমদ , উখিয়া :
এপিবিএন পুলিশ বাংলাদেশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি মোশাররফ হোসেন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় দায়িত্ব নিয়োজিত আর্মড পুলিশের কার্যক্রম পরিদর্শন করছেন।
অতিরিক্ত আইজিপি রবিবার (১৩ জুন) ১৪ এপিবিএনের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ৮ম এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ শিহাব কায়সার খান, ১৪ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ নাইমুল হক, ১৬ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আনোয়ার, ক্যাম্প কমান্ডার, মধুছড়া পুলিশ ক্যাম্প, ১৪ এপিবিএনের সহ-অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাকিল আহমেদ বিপিএম, উখিয়া সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।

এছাড়াও ১৪ ও ,৮ এপিবিএনের ক্যাম্প সমূহের সকল আর্মড পুলিশ ফাঁড়ির কমান্ডার, সহকারী ক্যাম্প কমান্ডার ও অপরেশন অফিসারগণও উপস্থিত ছিলেন।
পরে অতিরিক্ত আইজিপি মোশাররফ হোসেন ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প পৌছলে তাকে হাউজ গার্ড সালামি প্রদান করা হয়।
সালাম গ্রহণ শেষে অতিরিক্ত আইজিপি ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পে সদ্য স্থাপিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন করেন।
পরিদর্শন কালে অতিরিক্ত আইজিপি কে রোহিঙ্গা ক্যাম্প এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি, রোহিঙ্গা নিরাপত্তায় ১৪ এপিবিএনের কর্মকান্ড ও ১৪ এপিবিএন পুলিশ ক্যাম্প সমূহের সার্বিক পরিস্থিতি অবহিত করা হয়। পরবর্তীতে তিনি লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের নবনির্মিত ব্যারাক পরিদর্শন করেন।

পাঠকের মতামত

গদি নেই তবু সাবেক এমপি বদি!

আবদুর রহমান বদি। কক্সবাজার-৪ আসনের প্রভাবশালী সংসদ সদস্য ছিলেন, তাও আবার ক্ষমতাসীন দলের টিকিটে। মাদক ...

মিয়ানমারে সশস্ত্র লড়াই: আরাকান আর্মির কাছে গুরুত্বহীন রোহিঙ্গারা

মিয়ানমারে জান্তা বাহিনীর নির্যাতনের অবসান ঘটিয়ে নিজেদের জাতিসত্তার স্বীকৃতি আদায় এবং রাখাইন রাজ্যে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার ...

কক্সবাজারে মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে এনজিওগুলোকে সতর্ক থাকার আহ্বান

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস বলেছেন, দেশের অভ্যন্তরে এবং বিদেশে লুকিয়ে ...