
“এতিমদের সাথে ইফতার মাহফিল ও বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন ২০১৭”—-
সম্মানিত সূধী,
আসসালামুওয়ালাইকুম
বরাবরের মত এইবার রমজানেও দক্ষিন চট্টলার বৃহত্তম সেচ্চাই রক্তদানের সংঘটন কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি আয়োজন করতে যাচ্ছে
১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। যারা স্বেচ্ছায় ও
বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ
বাঁচাচ্ছেন তাদেরসহ সাধারণ জনগণকে রক্তদানে
উৎসাহিত করাই এ দিবসের উদ্দেশ্য।
দক্ষিন চট্টগ্রামের বৃহত্তম অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি এই দিনটি অত্যন্ত মর্যাদার সাথে পালন
করতে যাচ্ছে।
#অনুষ্ঠান_সূচী
১। অনুষ্ঠান উদ্বোধন
২/৫টি এতিমখানার এতিম ও রক্তদাতাদের সাথে মিলিত হওয়া।
৩। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা।
৪। মাহে রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা
৫। ইফতার মাহ্ফিল ও মোনাজাত।
স্থানঃ মামুন পাড়া মসজিদ, খরুস্কুলকক্সবাজার সদর, কক্সবাজার
সময়ঃ বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।
এতে কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি সকল সদস্য,শুভাকাংখী
,রক্তদাতা সবান্ধবে আমন্ত্রিত।
পাঠকের মতামত