সেবা, সততা ও শিক্ষার আলো : অনন্য উখিয়ার ইউএনও..
উখিয়ার ইউএনওকে নিয়ে উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীনের স্টাটাসটি নিম্নে পাঠকদের জন্য তুলে ...
একটি ফুল,
একটি ফুলের জন্যে কতো নিষ্পাপ
গাছ প্রাণ হারালো,
এই বর্বর শুকোনের দল
বারংবার নষ্ট করেছে আমাদের,
বারংবার চিরতরে নিচিহ্ন করতে চেয়েছে
আমার সোনার বাংলার মাঠি থেকে।
লক্ষ লক্ষ অঙ্কুরোদগম নির্যাতিত, ধর্ষিত হলো,
তবুও থেমে থাকেনি, দমিয়ে রাখতে পারেনি।
এই রুক্ষ মাটি ভেদ করে
শত বাঁধা পেরিয়ে মাথা উঁচু করে দাড়িয়েছে
একটি স্বাধীন গাছ।
অবশেষে দীর্ঘ নয় মাস প্রতীক্ষার পর
ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে
এই গাছে ফুটল, একটি ফুল।
উৎল্লাসে উৎছ্বাসে আত্মচিৎকারে
চারদিকে বিজয়ের ধ্বনি সৃষ্টি হলো,
আজ আমি স্বাধীন
আজ আমি স্বাধীন
আজ আমি স্বাধীন।
এই পুষ্পরিত ফুলটি হলো
“বাংলাদেশ”।
✍️✍️
আশু বড়ুয়া
১৫.১২.২০২৩
আনসার একাডেমি, শফিপুর ঢাকা।
পাঠকের মতামত