প্রকাশিত: ১৪/০৫/২০২২ ৩:১৪ পিএম

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের একটি পুকুরে ৩৫টি ইলিশ মাছ পাওয়া গেছে। শুক্রবার (১৩ মে) বিকালে ইউনিয়নের আবদুল মান্নানের পুকুরে মাছগুলো পাওয়া যায়। প্রতিটি ইলিশের ওজন প্রায় ৩০০ থেকে ৪০০ গ্রাম।

ইউপি চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বলেন, ‌আবদুল মান্নান মাছ ধরার জন্য শুক্রবার পুকুরে সেচ মেশিন বসান। বিকালে বড় মাছধরার জন্য জেলেদের দিয়ে পুকুরে জাল ফেলা হয়। এ সময় জালে ওঠে ৩৫টি ইলিশ।’

তিনি আরও বলেন, ‘গত বছর ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে পুকুরটি ডুবে যায়। তখন জোয়ারের পানিতে ইলিশ মাছগুলো পুকুরে ঢুকেছে বলে আমাদের ধারণা।’

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস বলেন, ‘গত বছর ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে পুকুরটি ডুবে যায়। তখন জোয়ারের পানিতে ইলিশ মাছগুলো পুকুরে প্রবেশ করে। মাছগুলো প্রাকৃতিকভাবে জোয়ারের পানিতে এসেছে এবং প্রাকৃতিকভাবে পুকুরের পানিতে বেঁচে ছিল।’

পুকুরের পানিতে ইলিশ মাছ চাষের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কয়েক বছর আগে বরগুনায় পুকুরে চাষ করা হলে, সেগুলো পাওয়া যায়নি। তবে ইলিশ মাছ চাষের সম্ভাবনা রয়েছে।

পাঠকের মতামত

মানব পাচার প্রতিরোধ আইন প্রয়োগ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ

উখিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে মানব পাচার প্রতিরোধ আইন–২০১২ বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ...

উখিয়ায় জমি দখলকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, কুপে ৫ জন গুরুতর আহত

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব পারিরবিল এলাকায় জমি জবরদখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় অন্তত ...