
টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। ইতোমধ্যে ওই বাড়ি থেকে গলাকাটা লাশগুলো উদ্ধারও করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) সকালে পৌর এলাকার উত্তরা আবাসিক এলাকা থেকে ওই চারজনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, গণি মিয়া, কাজিরন ওরফে বুচি, ছেলে তাজেল ও মেয়ে সাদিয়া।
এই ঘটনায় স্থানীয়রা জানিয়েছেন, গত দুইদিন ধরে বাড়িটি তালাবদ্ধ ছিল। আজ শুক্রবার ভোরে গণি মিয়ার শাশুড়ি এসে বাইরে থেকে তালা লাগানো দেখে আশেপাশে মানুষদের ডাকাডাকি শুরু করেন। সাড়াশব্দ না পেয়ে এলাকাবাসীর সহায়তায় তালা ভেঙে ভেতরে গিয়ে চারজনের লাশ পড়ে থাকতে দেখা যায়।
এদিকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইলের অ্যাডিশনাল এসপি (ডিএসবি) সফিকুল ইসলাম।
তিনি জানান, দুইদিন আগে তাদের হত্যা করা হয়েছে। লাশগুলো গলাকাটা, ক্ষতবিক্ষত ও থেতলানো ছিল।
এদিকে ঘটনা তদন্ত করে হত্যার কারণ জানা যাবে বলেও জানান সফিকুল ইসলাম।
মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরান হোসেন জানান, জেলা থেকে পিবিআই ও সিআইডি বিশেষেজ্ঞ টিম ঘটনাস্থলে আসছে। পুলিশ ঘটনাস্থল এখনও নিরাপত্তা বেষ্টনিতে রেখেছে।
পাঠকের মতামত