প্রকাশিত: ০৮/০৯/২০১৬ ৯:৩৮ পিএম

আসসালামু আলাইকুম। আমি আমাদের আলিম ক্লাসের কোরআন বইতে পড়েছি, আপন দুই বোনকে একসঙ্গে বিয়ে করা জায়েজ নেই। এমনকি একসঙ্গে আপন দুই বোনের ঘর-সংসার করাও জায়েজ নেই। কথাটি সত্য কি না? বিস্তারিত জানতে চাই।

প্রশ্নটি আমাদের ফেসবুক পেজে করেছেনঃ Shahid Hasan

ANS

আপন দুই বোনকে একই সময়ে বিয়ে করা হারাম। তবে স্ত্রী মারা গেলে তার ছোট বোনকে বিয়ে করা জায়েজ।
এক ঘরে দুই বোনের ঘর সংসার করা আলাদা বিষয়। ভিন্ন ভিন্ন স্বামী নিয়ে দুই বোন এক ঘরে সাংসারিক জীবন চালাতে কোন বাধা নেই যদি না শরীয়তের কোন খেলাফ হয়। ধন্যবাদ

পরামর্শ দিয়েছেন :
মুহাম্মদ আমিনুল হক
সহযোগী অধ্যাপক
ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম
পিএইচডি গবেষক
কিং আব্দুল আজীজ ইউনিভারর্সিটি জেদ্দা
সৌদি আরব।

পাঠকের মতামত

একটি পেঁয়াজের ওজন ৯ কেজি

বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ ফলাতে সক্ষম হয়েছেন ব্রিটিশ এক কৃষক। গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস ...