প্রকাশিত: ০১/০৮/২০১৮ ৪:১৬ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫৪ পিএম

ডেস্ক রিপোর্ট::

আইন অমান্য করে উল্টোপথে বাংলামোটর যাবার পথে বাণিজ্যমন্ত্রীকে ফিরিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় মন্ত্রীর সঙ্গে প্রটেকশনের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা গাড়ি ছেড়ে দেবার অনুরোধ করলেও শিক্ষার্থীরা ছাড়েনি। বুধবার দুপুর পৌনে দুটোর সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা শিক্ষার্থীরা জানান, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের গাড়ি শাহাবাগ থেকে উল্টোপথে বাংলামোটর এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় উল্টোপথে গাড়ি দেখে শিক্ষার্থীরা পথ আটকে দাড়ায়।

এসময় তোফায়েল আহমেদ গাড়ি থেকে নেমে আসেন এবং শিক্ষার্থীদের গাড়িটি ছেড়ে দেবার অনুরোধ করেন। কিন্তু শিক্ষার্থীরা তখন স্লোগান দিতে থাকে ‘উই ওয়ান্ট জাস্টিস’ ‘রাস্তা ভরে লাশে, মন্ত্রী কেন হাসে’ বলে স্লোগান দিতে থাকে।
এ সময় পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের বারবার অনুরোধ করলেও শিক্ষার্থীরা বারবার ‘আইন সবার জন্য সমান’ স্লোগান দিতে থাকে এবং গাড়ির সামনে বসে পড়ে। একপর্যায়ে বাধ্য হয়ে বাণিজ্যমন্ত্রীর গাড়ি আবার শাহবাগে ফিরে যায়।
এ বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘ছাত্ররা আমাকে আটকায়নি। আমি নিজেই গাড়ি থেকে নেমে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি।’

পাঠকের মতামত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত

শাহবাগে সংবাদ সম্মেলনে কথা বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ। ছবি: সংগৃহীত কেন্দ্রীয় ...

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর যুক্ত করার নির্দেশ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা-মা বা অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন ...

বিমান দুর্ঘটনা: চলে গেলেন আরো চার শিক্ষার্থী, মোট মৃত্যু ২৭

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষরত যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ...